Advertisement
Advertisement

Breaking News

Hyderabad

টানা ১৫ দিন ধরে ঝগড়া, শেষে এক কাপ চা না পেয়ে বউমাকে গলা টিপে খুন শাশুড়ির!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।     

Hyderabad Woman Strangled By Her Mother-In-Law After Dispute Over Tea

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 28, 2024 2:38 pm
  • Updated:June 28, 2024 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে নিত্যদিন অশান্তি লেগেই ছিল। কিন্তু গত ১৫ দিন ধরে শাশুড়ি-বউমার মধ্যে বিবাদ ছিল চরমে। যার পরিণত হল ভয়ংকর। এক কাপ চায়ের জন্য বউমার গলা টিপে খুন করার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।         

জানা গিয়েছে, মৃত বধুর নাম আজমিরী বেগম। গত দিন ১৫ ধরে শাশুড়ি, ফারজানার সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আজমিরীর কাছে এক কাপ চা চেয়েছিলেন ফারজানা। কিন্তু তা নিয়েও দুজনের মধ্যে গোল বাঁধে। ফের একদফা ঝগড়া করেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ পর রান্নাঘরে যান আজমিরী। তখনই তাঁর পিছন পিছন গিয়ে একটি ওড়না পেঁচিয়ে আজমিরীর গলা চেপে ধরেন ফারজানা। সেখানেই মৃত্যু হয় আজমিরীর।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে আত্তাপুর পুলিশ থানার উচ্চ আধিকারিক জানিয়েছেন, দুজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। বেশ কিছু দিন ধরে তাঁদের মধ্যে বিবাদ তীব্র হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ফারজানার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চলছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ