প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন চাকরি পাওয়ার উদযাপন করতে বাল্যবন্ধুকে আমন্ত্রণ করেছিলেন এক মহিলা। অভিযোগ সেই বন্ধুই ধর্ষণ করেছেন তাঁকে। সঙ্গে ছিলেন ওই ব্যক্তির আর এক বন্ধুও। এমনই এক ঘটনা ঘিরে শোরগোল তেলেঙ্গানায়।
জানা গিয়েছে, ওই মহিলা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সম্প্রতি একটি নতুন চাকরি পান তিনি। চাকরি পাওয়ার সাফল্যকে উদযাপন করতে নিজের বাল্যবন্ধু গৌতম রেড্ডিকে আমন্ত্রণ জানান তিনি। হায়দরাবাদের এক বারে তাঁদের দেখা হয়। গৌতমের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। যিনি ওই দুজনেরই ‘কমন’ ফ্রেন্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বারের সঙ্গেই সংলগ্ন রয়েছে একটি হোটেল। গৌতম ও তাঁর বন্ধু দুজনেই আকণ্ঠ মদ্যপান করেন। এর পর তাঁরা ওই মহিলাকে নিয়ে হোটেলের একটি রুমে যান। সেখানেই তাঁকে দুজনে মিলে ধর্ষণ করেন বলেই অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে গৌতম দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছেন।
এদিকে তেলেঙ্গানাতেই এক গৃহবধূ বাসে যাওয়ার সময় ভোরবেলা তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালকের বিরুদ্ধে। মুখে কাপড় বেঁধে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন, খবর পেয়েই বাস চালক পালিয়ে যান। পুলিশ তাঁর অনুসন্ধান শুরু করেছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.