Advertisement
Advertisement

Breaking News

Hyderabad

লক্ষ ক্যামেরায় নজরদারি, হেলিপ্যাড, পেন্টাগনের ধাঁচে নয়া ‘ওয়ার রুম’ হায়দরাবাদ পুলিশের

৫০০ কোটি টাকা খরচে হায়দরাবাদ পুলিশের নয়া সদর দপ্তর।

Hyderabad Police's New 'War Room' has 1 Lakh Cameras And A Helipad | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 25, 2023 5:40 pm
  • Updated:September 25, 2023 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে প্রথম পেন্টাগনের কায়দায় অত্যাধুনিক ‘ওয়ার রুম’ তৈরি করল হায়দরাবাদ পুলিশ (Hyderabad  Police)। যেখানে রয়েছে শহরের এক লক্ষ সিসি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা, রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং সিস্টেম। এমনকী একটি হেলিপ্যাডও নির্মাণ করা হয়েছে পুলিশের সদর দপ্তরে। সোমবার তেলেঙ্গানার (Telangana) স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ আলি উদ্বোধন করলেন দেশের সবচেয়ে উন্নত পুলিশ দপ্তরের।

নবনির্মিত ভবনে যাবতীয় আধুনিক সুবিধা রয়েছে। যাতে করে দুর্যোগ কিংবা অন্য আপাতকালীন পরিস্থিতিতে হায়দরাবাদ শহর-সহ গোটা রাজ্যকে সদর দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ২০ তলা ভবনের ছাদে নির্মাণ করা হয়েছে হেলিপ্যাড। যাতে করে জরুরি অবস্থায় কপ্টার ওঠানামা করতে পারে। গোটা শহরের এক লক্ষেরও বেশি সিসি ক্যামেরার উপর নজরদারির ব্যবস্থা হয়েছে। যাতে দুর্ঘটনা কিংবা খুনের মতো অপরাধে ঘটনায় দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং সিস্টেম তৈরি করা হয়েছে। শহরে চলা সমস্ত গাড়ির গতিবিধি নজরে রাখা যাবে এর মাধ্যমে।

Advertisement

[আরও পড়ুন: হাতে হাত, ঠোঁটে ঠোঁট, চলন্ত মেট্রোয় যুগলের চুম্বনের ভিডিও ভাইরাল]

এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত প্রযুক্তিও ইনস্টল করা হয়েছে ‘ওয়ার রুমে’। যার মাধ্যমে ঘূর্ণিঝড়, বন্যা কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রাথমিক সতর্কতা প্রদান করা সম্ভব হবে। আরও বেশি সুরক্ষিত হবেন শহর তথা রাজ্যবাসী। আগুন লাগার মতো ঘটনাতেও এই প্রযুক্তি কাজে আসবে। তেলেঙ্গানা সরকার সূত্রে জানা গিয়েছে, ৫০০ কোটি টাকা খরচ হয়েছে হায়দরাবাদ পুলিশের ২০ তলা ভবন নির্মাণে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement