সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কুয়ালালামপুরগামী বিমান। টেক অফের পরেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণ করানো হয় হায়দরাবাদ বিমানবন্দরে। জানা গিয়েছে, ওই ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। আপাতত সকলেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
ঘটনাটি ঘটেছে বুধবার মাঝরাতে। রাত সোয়া বারোটা নাগাদ হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা ছিল ওই বিমানটির। মালয়েশিয়া এয়ারলাইন্সের MH199 বিমানটি নির্দিষ্ট সময়ে টেক অফ করতে পারেনি। যান্ত্রিক কিছু ত্রুটির কারণে প্রায় আধ ঘণ্টা দেরি করে আকাশে ওড়ে বিমানটি। সবমিলিয়ে ১৩৮ জন যাত্রী ওই বিমানে ছিলেন।
আধ ঘণ্টা পরে হায়দরাবাদ থেকে টেক অফ করলেও মাঝ আকাশে ফের সমস্যার কবলে পড়ে বিমানটি। ১৫ মিনিটের মধ্যে আচমকাই ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া বেরতে শুরু করে। সেই দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণের অনুমতি চান পাইলট।
A Hyderabad-Kuala Lumpur flight with over 100 passengers on board made an emergency landing back in Hyderabad this morning due to a right engine failure. The flight, which departed last night, was in the air for nearly two hours before safely landing at Shamshabad. Passengers… pic.twitter.com/2HkcLmHf8G
— Sudhakar Udumula (@sudhakarudumula) June 20, 2024
তবে অনুমতি পেলেও প্রায় দু ঘণ্টা আকাশেই চক্কর কাটে বিমানটি। মজুত করা জ্বালানিও ফুরিয়ে আসতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। তবে শেষ পর্যন্ত নিরাপদে হায়দরাবাদে নামিয়ে দেওয়া হয় বিমানটিকে। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ জরুরি অবতরণ করে ওই উড়ান। নামিয়ে আনা হয় যাত্রীদের। সকলে নিরাপদে রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। কী করে ইঞ্জিনে আগুন লাগল, তার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.