Advertisement
Advertisement

Breaking News

Hyderabad

১২ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণ! গর্ভবতী হায়দরাবাদের কিশোরী

১০ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Hyderabad: 10 held in 12 Year old girl rape case

ফাইল ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:July 4, 2024 4:03 pm
  • Updated:July 5, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক মেশানো পানীয় খাইয়ে ১২ বছরের নাবালিকাকে অপহরণ করে ১০ জন মিলে গণধর্ষণের অভিযোগ। এর জেরে গর্ভবতী হয়ে পড়েছে ওই কিশোরী। ভয়ংকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হায়দরাবাদে (Hyderabad) শহরে। সম্প্রতি ওই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

হায়দরাবাদের কাচিগুড়া এলাকা থেকে কিশোরীকে অপহরণ করে নরেশ ও বিজয় কুমার। এক বন্ধুর মাধ্যমে নাবালিকার সঙ্গে পরিচয় হয়েছিল অভিযুক্তদের। বন্ধুত্বের ছলে তারা ধোঁকা দেয়। নরেশ আর বিজয়েই বাকি অভিযুক্তদের ডেকে আনে। এর পর সকলে মিলে নাবালিকার উপরে পৈশাচিক অত্যাচার চালায় বলে অভিযোগ। কিশোরীকে পানীয়তে মাদক মেশানো হয়েছিল। এর পর তাকে ধর্ষণ করা হয়! এর ফলেই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। গত ২৫ জুন এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়।

Advertisement

 

[আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কে নেশার দ্রব্য, হায়দরাবাদে অচৈতন্য তরুণীকে গাড়ির ভিতরেই ধর্ষণ!]

ভয়ংকর অপরাধের তদন্তে নেমে ২৯ জুন ১০ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মোবাইল ফোন, গাড়ি, স্কুটার, মোটরসাইকেল, সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ধর্ষণ এবং মাদক মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

 

[আরও পড়ুন: ফের ভয়ংকর গুলির লড়াই ছত্তিশগড়ে, যৌথবাহিনীর এনকাউন্টারে খতম ৫ মাওবাদী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement