প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজের হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) এক বিকৃতকাম যুবক। এখানেই শেষ নয়। স্ত্রীর সম্পূর্ণ নগ্ন ছবিও (Nude photo) সেই গ্রুপে দিয়ে সে দাবি করল এই ছবি এক কল গার্লের। স্বাভাবিক ভাবেই এমন ঘৃণ্য কাজের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গেই থানায় ছুটে গিয়েছেন স্ত্রী। অভিযুক্তের দ্রুত ও কড়া শাস্তির দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ খোঁজ শুরু করেছে পলাতক যুবকের। আরও অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপরে অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল সে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে ওই তরুণী জানিয়েছেন, তিরুপতির (Tirupati) এক কলেজে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কাজ করে অভিযুক্ত রেবন্ত। গত আগস্টে বিয়ের পর থেকেই সে নিয়মিত অত্যাচার করতে থাকে তাঁর উপরে। তরুণীর কথায়, ‘‘বিয়ের পরেই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও দ্রুত গর্ভপাত করাতে বাধ্য হই মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে। বিয়ের পরে তৃতীয় দিন থেকেই ও পণের জন্য আরও টাকা চাইতে শুরু করে। ক্রমশই অসহ্য হয়ে উঠতে থাকে সবকিছু। কিছুদিন আগে আমি শ্বশুরবাড়ি ছেড়ে বেঙ্গালুরুতে আমার বাবা-মা’র কাছে ফিরে আসি। রেগে গিয়ে ও আমার বিরুদ্ধে অভিযোগ আনে, আমি নাকি ১০ লক্ষ টাকার গয়না ও নগদ ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছি।’’
কিন্তু তিন দিন আগে সব মাত্রা ছাড়িয়ে যায়, যখন তিনি জানতে পারেন, কলেজের গ্রুপে রেবন্ত তাঁর নগ্ন ছবি পোস্ট করে কলগার্ল বলে দাবি করেছে। সেই সঙ্গে জানিয়েছে, কেউ ঘণ্টায় ৩ হাজার টাকা দিলেই তার সঙ্গে সঙ্গম করবে তার স্ত্রী! গোটা ঘটনায় মুষড়ে পড়েছেন ওই তরুণী। কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন, ‘‘বিকৃতির চরম হয়ে গিয়েছে ব্যাপারটা। আমি আর সহ্য করতে পারছি না।’’
‘গুণধর’ রেবন্ত অবশ্য এর মধ্যেই পালিয়ে গিয়েছে। তবে পুলিশ তার খোঁজ শুরু করেছে। পুলিশ সুপারিটেন্ডেন্ট রমেশ রেড্ডি নিজে ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলে তাঁকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব তাঁরা অভিযুক্তকে গ্রেপ্তার করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.