সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে সাক্ষ্যদানের জন্য এলাহাবাদ হাই কোর্ট যাওয়ার পথে হেনস্তার শিকার বিজেপি বিধায়কের মেয়ে-জামাই৷ অভিযোগ, অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজন আদালতে যাওয়ার সময় তাঁদের পথ আটকায়৷ অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা৷ বেধড়ক মারধর করা হয় বিজেপি বিধায়কের জামাই অজিতেশকে৷ কে বা কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়৷ তবে এই ঘটনার পর থেকে আবারও প্রাণহানির আশঙ্কা গ্রাস করেছে বিধায়কের মেয়ে-জামাইকে৷
দাদার বন্ধু অজিতেশকে মনে ধরে বিজেপি বিধায়কের মেয়ে সাক্ষীর৷ বিধায়ক কন্যার অভিযোগ, অজিতেশ দলিত হওয়ায় বিয়েতে আপত্তি ছিল পরিবারের৷ তাই বাধ্য হয়ে বাড়ির অমতে প্রয়াগরাজের একটি মন্দিরে গিয়ে অজিতেশকে বিয়ে করেন সাক্ষী৷ তারপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন ওই তরুণী৷ তাতেই সাক্ষী জানান, বিধায়ক বাবা তাঁকে এবং তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন৷ তাই বাধ্য হয়ে এদিক-ওদিক গা ঢাকা দিয়ে দিন কাটছে তাঁদের৷ পুলিশকে নিরাপত্তা দেওয়ার আরজিও জানান তিনি৷
সাক্ষীর এই ভিডিও বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ বিধায়কের বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনীতির আঙিনা৷ বাবার বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন সাক্ষী৷ এরপর একটি সংবাদমাধ্যমের লাইভ শো-তেও বাবার বিরুদ্ধে অভিযোগের সুর চড়ান ওই তরুণী৷ দলিত পরিবারের ছেলেকে বিয়ে করার পর বাবাকে মানসিকতা বদলের পরামর্শ দেন বিধায়ক কন্যা৷
যদিও মেয়ের তোলা অভিযোগ বারবার অস্বীকার করেছেন বরেলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্র৷ তাঁর পালটা দাবি, জামাই অজিতেশের সঙ্গে সাক্ষীর বয়সের ফারাক অনেকটাই বেশি৷ এছাড়াও অজিতেশের আর্থিক অবস্থাও ভাল নয় বলেই বিয়েতে আপত্তি ছিল৷ বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ছিল সোমবার৷ তাই স্বামী অজিতেশের সঙ্গে এদিন সকালে এলাহাবাদ হাই কোর্টে যাচ্ছিলেন বিধায়কের মেয়ে সাক্ষী৷ অভিযোগ, পথে জনাকয়েক অপরিচিত ব্যক্তি তাঁদের ঘিরে ধরে৷ অজিতেশকে মারধরও করা হয়৷ এই ঘটনায় প্রাণনাশের আতঙ্ক যে আরও বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না৷
Allahabad High Court gives directions to police for protection of Sakshi & Ajitesh; their lawyer says, “Only Ajitesh was beaten up. It’s not known who were these people. But it proves that there is indeed a threat to their life for which they were seeking protection” pic.twitter.com/1ucA2GeIrr
— ANI UP (@ANINewsUP) July 15, 2019
Couple abducted from Allahabad High Court premises in Prayagraj today has been rescued by police in Fatehpur. The abductors have been nabbed. https://t.co/Yf8rXgdnxf
— ANI UP (@ANINewsUP) July 15, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.