Advertisement
Advertisement

Breaking News

স্মার্টফোনের লক না খোলায় স্ত্রীকে সুপারি দিয়ে খুন

খুনে সাহায্য করার জন্য বন্ধুদের ৮০ হাজার টাকাও দিয়েছিল বিনীত৷

Husband kills his wife who denied to unlock her phone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 4:58 pm
  • Updated:September 8, 2016 4:58 pm  

ঝাঁসি, ৮ সেপ্টেম্বর: স্মার্টফোনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য গ্রাহকদের কাছে লক কোড ব্যবহারের সুবিধা দেওয়া হয়৷ কিন্তু এই ফোন লক করাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সাক্ষী রইল এক মর্মান্তিক ঘটনার৷ মোবাইলের প্যাটার্ন লক খুলে না দেওয়ার জন্য সন্দেহের বশে স্ত্রীকে খুন করালো তাঁর স্বামী৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে৷ স্মার্টফোন কেনার এক মাসের মধ্যেই হাবভাব বদলে গিয়েছিল পুনম ভার্মার, এমনটাই দাবি করেছেন তাঁর স্বামী বিনীত কুমার দিবাকর৷ সংসারের কর্তব্য, সন্তানের দেখাশোনা কোনও কিছুতেই মন ছিল না ঝাঁসির এই তরুণী গৃহবধূর৷ স্বামী ফোনটি দেখতে চাইলে এড়িয়ে যেতেন৷ প্যাটার্ন লক করে রেখেছিলেন মোবাইলটি৷ সেই লক খোলার কথা বলা সত্ত্বেও শোনেনি পুনম৷ এই জন্যই রাগে তাঁকে খুন করার সুপারি দেন বিনীত কুমার দিবাকর৷

Advertisement

২৯ অগাস্ট বিনীতের দুই বন্ধুর হাতেই খুন হন পুনম৷ রাতে মায়ের দেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকদের জানায় পুনম-বিনীতের চার বছরের মেয়ে৷ এরপরই বিনীতের বিরু‌দ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ৷

পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে বিনীত৷ সে পুলিশকে জানিয়েছে, পুনমকে শ্বাসরোধ করে খুন করার জন্য দুই বন্ধুকে সুপারি দিয়েছিল সে৷ ডাকাতির ঘটনা সাজানোর জন্য তারা আলমারি খুলে তছনছ করে চম্পট দেয়৷ খুনে সাহায্য করার জন্য বন্ধুদের ৮০ হাজার টাকাও দিয়েছিল বিনীত৷ এই ঘটনার প্রসঙ্গে ঝাঁসির এসপি দীনেশকুমার সিং-এর বক্তব্য, খুনের সময় ব্যবসার কাজে কানপুরে ছিল বিনীত৷ পরে পুলিশ তার মোবাইলের কল লিস্ট ঘেঁটে ও জেরা করে জানতে পারে আসল ঘটনা৷ যদিও পুলিশের সন্দেহ শুধু স্মার্টফোন নয়, খুনের আরও কিছু কারণ রয়েছে নিশ্চয়ই৷ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ বিনীত কুমারের সহযোগীদের খোঁজেও তল্লাশি চালাচ্ছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement