Advertisement
Advertisement

Breaking News

Karnataka High Court

আইন মতে স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতে বাধ্য স্বামী, পর্যবেক্ষণ কর্নাটক হাই কোর্টের

ধর্ম মতেও স্ত্রী-সন্তানের দেখভাল করতে বাধ্য স্বামী, বলছে আদালত।

Husband bound to look after wife and children under law, says Karnataka High Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2023 6:15 pm
  • Updated:October 26, 2023 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের আইন এবং ধর্ম মতে নিজের স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব নিতে বাধ্য হিন্দু পুরুষেরা। পর্যবেক্ষণ কর্নাটক হাই কোর্টের। আদালতের নির্দেশ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও স্ত্রী এবং সন্তানদের খোরপোশ দিতেই হবে স্বামীকে।

মূল মামলাটি করেছিলেন এক হিন্দু যুবক। তাঁর আর্জি ছিল প্রাক্তন স্ত্রীর খোরপোশ এবং মেয়ের দেখভালের জন্য যে টাকা তাঁকে দিতে হচ্ছে, সেটার অঙ্ক কমানো হোক। কিন্তু তাঁর সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। ওই যুবক নিজের স্ত্রীকে মাসে তিন হাজার টাকা করে এবং দুই কন্যাকে মাসে আড়াই হাজার টাকা করে খোরপোশ বাবদ দিতেন। এক পরিবেশ আদালত ওই খোরপোশের পরিমাণ স্থির করে দিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]

কিন্তু মামলাকারী যুবকের বক্তব্য ছিল, মূল্যবৃদ্ধির বাজারে তাঁর পক্ষে এই খোরপোশের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। খোরপোশ কমানোর দাবিতেই কর্নাটক হাই কোর্টের (Karnataka High Court) দ্বারস্থ হন তিনি। মামলাকারীর আইনজীবী আদালতে সওয়াল করেন, যে টাকা তাঁর মক্কেলকে দিতে হচ্ছে সেটা বড্ড বেশি। সেই পরিমাণ কমানো হোক।

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

কিন্তু কর্নাটক হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত ওই মামলার শুনানিতে বললেন, দেশের আইনেই আছে স্ত্রী এবং সন্তানের দেখভাল করবেন স্বামী। এটা বাধ্যতামূলক। মামলাকারী যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মও একই কথা বলে। আদালতের পর্যবেক্ষণ, দু পক্ষের মতামত নিয়েই বিয়ে হয়েছে। ওই স্বামী-স্ত্রী পরিকল্পনা করে সন্তান নিয়েছেন। তাই নিয়ম অনুযায়ী স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতেই হবে স্বামীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement