Advertisement
Advertisement
Ambani

একধাক্কায় ৫৭ শতাংশ সম্পত্তি কমল আদানির! দেশের সবচেয়ে ধনীর তকমা আম্বানির

প্রকাশিত হয়েছে ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’।

Hurun India Rich List 2023: Mukesh Ambani tops list। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 10, 2023 5:02 pm
  • Updated:October 10, 2023 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তির খতিয়ানে গৌতম আদানিকে পিছনে ফেললেন মুকেশ আম্বানি। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী বিশ্বের ধনকুবেরদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। মঙ্গলবারই প্রকাশিত নয়া তালিকায় জানা গেল এমনটাই।

জানা যাচ্ছে, ২০১৪ সালে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ১ লক্ষ ৬৫ হাজার ১০০ কোটি টাকা। তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৭০০ কোটিতে। গত বছরের থেকে সম্পত্তি বেড়েছে ২ শতাংশ। অন্যদিকে আদানির সম্পত্তি একলাফে গত বছরের তুলনায় কমেছে ৫৭ শতাংশ। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: যিনি ট্র্যাফিক পুলিশ, তিনিই মৃৎশিল্পী! পথসুরক্ষা সামলে প্রতিমা গড়েন বাঁশদ্রোণীর সুকুমার]

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ৮২ বছরের সাইরাস এস পুণেওয়ালা ও তাঁর পরিবার। তাঁদের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার লেনদেন বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি। চার ও পাঁচ নম্বরে রয়েছেন শিব নাদর ও লন্ডনের গোপীচাঁদ হিন্দুজা। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২ লক্ষ ২৮ হাজার ৯০০ কোটি টাকা ও ১ লক্ষ ৭৬ হাজার ৫০০ কোটি টাকা। ষষ্ঠ স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান দিলীপ শাংভি (১ লক্ষ ৬৪ হাজার ৩০০ কোটি)।

[আরও পড়ুন: জার্মান মহিলাকে হত্যা করে নগ্ন দেহ ঘোরাল হামাস, ভিডিও দেখে কাঁদলেন মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement