Advertisement
Advertisement

Breaking News

গোটা কাশ্মীরে স্কুল বন্ধের ফরমান, পড়ছে শুধু গিলানি নাতনি

বিচ্ছিন্নতাবাদী নেতার সন্তানের সন্তান থাক দুধে-ভাতে, বাকিদের ছেলে-পুলে যাক সন্ত্রাসের হাতে!

Hurriyat Chief Gilani's School Logic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 2:54 pm
  • Updated:October 28, 2016 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমার সন্তানের সন্তান থাক দুধে-ভাতে, বাকিদের ছেলে-পুলে যাক সন্ত্রাসের হাতে৷ বিচ্ছিন্নতার এই মন্ত্রই আদতে জপেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি৷ অশান্ত কাশ্মীরের সর্বত্র স্কুল বন্ধের ফরমান জারি করে বেড়াচ্ছেন বিচ্ছিন্নতাবাদী নেতা৷ শুধু একটি স্কুল খোলা রাখার অনুমতি রয়েছে৷ কারণ তাতেই পড়ে তাঁর নাতনি৷

দেশের প্রথমসারির এক সংবাদসংস্থার দাবি, শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে সম্প্রতি নবম শ্রেণির ক্লাস টেস্ট দিয়েছে৷ ৭০ শতাংশ নম্বর পেয়ে পাশও করেছে গিলানির বড় ছেলে নঈম জাফর গিলানির কন্যা৷এই বিষয়ে নঈমকে প্রশ্ন করা হলে তাঁর যুক্তি, তিনি হুরিয়তের সদস্য নন এবং তাঁর পরিবার শ্রীনগরে আলাদা স্থানে থাকে৷ এই ক্লাস টেস্ট না দিলে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না তাঁর মেয়ে৷

Advertisement

জুলাই মাসের আট তারিখ জঙ্গি নেতা বুরহান ওয়ানির পর থেকে কাশ্মীরে অশান্তি অব্যাহত৷ ভূস্বর্গের এই টালমাটাল অবস্থার সুযোগ নিতে ছাড়ছে না কোনও পক্ষই৷ সুর চড়িয়েছেন হুরিয়ত প্রধানও৷ সারা কাশ্মীর জুড়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার ডাক দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী নেতা৷ শুধু এই একটি স্থান ছেড়ে৷ সবাই তো চান যেন পরের প্রজন্মের আরও ভাল হোক!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement