Advertisement
Advertisement
Love Jihad

হিন্দুত্ববাদীদের ‘লাভ জিহাদ’ বিরোধী মিছিল মুম্বইয়ে, দাবি উঠল ধর্মান্তর বিরোধী আইনেরও

ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধেও সরকারি হস্তক্ষেপের দাবি উঠল।

Hundreds In Mumbai March Against 'Love Jihad' and Demand Anti-Conversion Laws | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 30, 2023 3:50 pm
  • Updated:January 30, 2023 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাভ জিহাদ’ (Love Jihad) বিরোধী বিরাট মিছিলের সাক্ষী হল বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। এই বিক্ষোভ মিছিলে ধর্মান্তর বিরোধী আইন (Anti-Conversion Laws) এবং ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধেও সরকারি হস্তক্ষেপের দাবি উঠল। রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS), বজরং দল (Bajrang Dal) এবং বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এর মতো হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের নেতা ও কর্মীরা এই মিছিলে যোগ দেন।

‘সকল হিন্দু সমাজে’র উদ্যোগে মিছিলটি শুরু হয় মধ্য মুম্বইয়ের দাদারের শিবাজি পার্ক থেকে। চার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে পারেলের কামগার ময়দানে তা শেষ হয়। সংগঠনগুলির সাধারণ সমর্থকরা ছাড়াও বিজেপি (BJP) এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনা (Shiv Sena) গোষ্ঠীর বেশ কয়েকজন নেতা ও বিধায়কও এই মিছিলে অংশ নেন। মিছিলেই লাভ জিহাদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এইসঙ্গে ধর্মান্তর বিরোধী আইন এবং ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধেও সরকারি হস্তক্ষেপের দাবি তোলা হয়। হিন্দুত্ববাদীদের মিছিলে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিন। পুলিশকর্মীরা গোটা যাত্রাপথ নিয়ন্ত্রণ করেন।

Advertisement

[আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে সঙ্গী তুষারপাত, শ্রীনগরে রাহুলকে ঘিরে আবেগপ্রবণ দলীয় কর্মীরা]

গত কয়েক বছর ধরেই বিভিন্ন রাজ্যে ধর্মান্তর বিরোধী আইনের দাবি তুলছে হিন্দুত্ববাদীরা। তাঁদের বক্তব্য, মূলত হিন্দু মেয়েদের ধর্মান্তকরণের লক্ষ্যেই মুসলিম যুবকরা তাদের বিয়ে করে থাকেন। এই ঘটনাকেই ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে থাকেন তাঁরা। উল্লেখ্য, গত মাসেই মহারাষ্ট্রের (Maharashtra) উপ-মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) বলেন, মহারাষ্ট্র সরকার অন্য রাজ্যগুলির আইন খতিয়ে দেখছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার বিষয়ে পর্যালোচনা চালাচ্ছে উচ্চ পর্যায়ের একটি কমিটি।

[আরও পড়ুন: একদিনে এক কোটি অ্যাকাউন্ট খোলার লক্ষ্য পূরণে ব্যর্থ ডাকঘর, কততে থামল অভিযান?]

প্রসঙ্গত, হিন্দুত্ববাদীরা দিল্লিতে ঘটা শ্রদ্ধা ওয়ালকরের হত্যাকাণ্ডকে লাভ জিহাদ ঘোষণা করেছেন আগেই। এই বিষয়ে মহারাষ্ট্রের নেতা-মন্ত্রীদের ভাবনাও কতকটা একরকম। এই অবস্থায় রবিবারের বিরাট মিছিলে লাভ জিহাদ বিরোধী আইনের দাবি ওঠায় শিন্ডের সরকার চাপে পড়ল বলা বাহুল্য। এর পর দ্রুত এই বিষয়ে আইন আসতে পারে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement