সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভয়ংকর আকার ধারণ করেছে এনসেফেলাইটিস৷ এখনও পর্যন্ত ১৭৭ জন শিশু মারা গিয়েছে৷ তার মাঝেই আবারও বিতর্কে জড়ালেন নীতীশ কুমারের সরকার৷ মুজফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিত্যক্ত জায়গায় মিলল কিছু কঙ্কাল৷ তবে কঙ্কালগুলি কীভাবে এখানে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে৷ রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে তীব্র চাপানউতোর৷
হাসপাতালের তরফে চিকিৎসক বিপিন কুমার জানান, ওই জায়গা থেকে মানুষের কঙ্কাল মিলেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানাবেন না বলে সাফ বলেন৷ যাবতীয় বক্তব্য হাসাপাতালের অধ্যক্ষ জানাবেন বলেও দাবি ওই চিকিৎসকের৷ সূত্রের খবর, হাসপাতাল চত্বর থেকে কমপক্ষে দুজনের কঙ্কাল পাওয়া গিয়েছে৷ হাসপাতালের কেয়ারটেকার যদিও কঙ্কালগুলি হাসপাতাল কর্তৃপক্ষ ফেলেছে বলেই জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ময়নাতদন্তের পর হাসপাতালের পিছনে পরিত্যক্ত জায়গায় কঙ্কালগুলি ফেলে আসা হয়।’’ কর্তৃপক্ষের নজর এড়িয়ে এই কাজ করা হয় বলেও দাবি তাঁর।
ময়নাতদন্তের পর ৭২ ঘণ্টা দেহ হাসপাতালে রাখাই নিয়ম৷ দেহের কোনও দাবিদার না থাকলে, তা শেষকৃত্য করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব৷ তা সত্ত্বেও কীভাবে দেহগুলি পরিত্যক্ত জায়গায় ফেলা হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ হাসপাতাল সুপার এসকে সাহি বলেন, ‘‘ময়নাতদন্তের তত্ত্বাবধানে দেহ থাকে। উন্মুক্ত জায়গায় এভাবে দেহ ফেলে রাখা অমানবিক কাজ।’’ এ বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দেন তিনি।
Bihar: An investigation team of Sri Krishna Medical College & Hospital, Muzaffarpur visits the spot where human skeletal remains have been found. SKMCH’s Dr Vipin Kumar, says, “Skeletal remains have been found here. Detailed information will be provided by the Principal.” pic.twitter.com/Te32KjfHOK
— ANI (@ANI) June 22, 2019
Bihar: Human skeletal remains found behind Sri Krishna Medical College & Hospital, Muzaffarpur. SK Shahi, MS SKMCH says,”Postmortem dept is under Principal but it should be done with a humane approach. I’ll talk to the Principal & ask him to constitute an investigating committee” pic.twitter.com/TBzuo2ZnqP
— ANI (@ANI) June 22, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.