Advertisement
Advertisement
Assam

ভারত-ভুটান সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, মিলল চিনা বন্দুকও

জঙ্গলে হানা দিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

Huge arms and ammunition were recovered from India-Bhutan border

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র

Published by: Suparna Majumder
  • Posted:August 17, 2020 9:30 am
  • Updated:August 21, 2020 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ভুটান সীমান্তে উদ্ধার হল বিপুল অস্ত্রশস্ত্র। অসমের (Assam) কোকরাঝাড় জেলার সেফানগুড়ি থানার বেলগুড়ি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। যার মধ্যে একটি চিনা বন্দুকও রয়েছে। জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার রাকেশ রোশন।  

[আরও পড়ুন: এক বছর পর শাপমুক্তি, জম্মু ও কাশ্মীরের দুই জেলায় পরীক্ষামূলকভাবে চালু 4G পরিষেবা]

কোকরাঝাড় এলাকায় বেলগুড়ি জঙ্গলে খুব একটা মানুষের যাতায়াত নেই। করোনার আবহে তা আরও শুনশান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই খবর ছিল যে জঙ্গলের মধ্যে বেআইনি অস্ত্র মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে অভিযানে নামে স্থানীয় পুলিশ। পাঁচটি AK-56 রাইফেল উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে ছিল চারটি ম্যাগাজিন আর ২৪৪টি কার্তুজ। একটি ইনসাস রাইফেলের সঙ্গে উদ্ধার হয়েছে ২৩টি কার্তুজ। এছাড়াও, পাঁচটি ম্যাগাজিন-সহ ৩টি নাইন এম এম পিস্তল উদ্ধার হয়েছে। দু’টো ম্যাগাজিন ও পাঁচটি কার্তুজ-সহ চাইনিজ বন্দুকও উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে গ্রেনেডও। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর মেলেনি।

Advertisement

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে শান্তির বার্তা দিয়ে ভারতকে শুভেচ্ছা জানাল ‘হানাদার’ চিন]

গত একমাস ধরেই অসমের সীমান্ত এলাকায় বহিরাগতদের সন্দেহজনক গতিবিধির খবর পাচ্ছিল পুলিশ। সেই মতো বিভিন্ন এলাকার নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হয়েছিল। মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি করা হচ্ছিল। শুধু বেলাগুড়ির জঙ্গল নয় অসমের আরও একাধিক এলাকা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (BTC) নির্বাচন হওয়ার কথা। মনে করা হচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য এত অস্ত্রশস্ত্র আমদানি করা হচ্ছে। তবে অস্ত্রের মধ্যে চিনা বন্দুক মেলায় পুলিশের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চিনের আগ্রাসী নীতির প্রভাব ভারতের উত্তর-পূর্ব সীমান্তে বহু দিন ধরেই চিন্তার বিষয়। লাদাখের ঘটনাও খুব বেশি পুরনো নয়। এমন অবস্থায় কোনও দিক থেকে চিন আবার অনুপ্রবেশ ঘটনোর চেষ্টা করছে না তো? আবার বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে না তো? এই প্রশ্নই উঠে আসছে। বেলাগুড়ির জঙ্গলের ঘটনার পর পুলিশ আরও সতর্ক থাকছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement