Advertisement
Advertisement

Breaking News

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় জেএনইউ, পাঁচে যাদবপুর

জানেন প্রথম দশে কারা ঠাঁই পেল?

HRD releases list of Top 10 higher educational institutes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2017 2:14 pm
  • Updated:April 3, 2017 2:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাস পড়তে না পড়তেই শুরু হিসেব-নিকেষ৷ হিসেব শুধু আয় কিংবা ব্যায়ের নিরিখেই নয় শিক্ষার নিরিখেও৷ এই হিসেবেই দেশের সেরা ১০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাছল কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক৷

কপিলের অনুষ্ঠানে আর ফিরবেন না সুনীল, নিশ্চিত করলেন রাজু

Advertisement

যার মধ্যে দেশের প্রথম দশটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তালিকায় ঠাঁই পেয়েছে-

  • আইআইএসসি, বেঙ্গালুরু
  • আইআইটি, মাদ্রাজ
  • আইআইটি, বম্বে
  • আইআইটি, খড়গপুর
  • আইআইটি, দিল্লি
  • জেএনইউ, দিল্লি
  • আইআইটি, কানপুর
  • আইআইটি, গুয়াহাটি
  • আইআইটি, রুরকি
  • আইআইটি, বারাণসী

‘আদিত্যনাথের জন্যই এখনও পাকিস্তান হয়ে যায়নি উত্তরপ্রদেশ’

প্রথম দশটি বিশ্ববিদ্যালয় হল –

  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
  • জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি
  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী
  • জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ, বেঙ্গালুরু
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
  • আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই
  • হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, তেলেঙ্গানা
  • দিল্লি বিশ্ববিদ্যালয়
  • অমৃতা বিশ্ব বিদ্যাপিঠম, কোয়েম্বাটুর, তামিলনাড়ু
  • সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্র

আইএস কবল থেকে উদ্ধার ৩৩ ভারতীয়

প্রথম দশটি কলেজ –

  • মিরান্ডা হাউস, দিল্লি
  • লোয়োলা কলেজ, মাদ্রাজ
  • শ্রীরাম কলেজ অফ কমার্স, নিউ দিল্লি
  • বিশপ হেবার কলেজ, তিরুচিরাপল্লি
  • আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নিউ দিল্লি
  • সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
  • শেডি শ্রীরাম কলেজ ফর ওম্যান, নিউ দিল্লি
  • দয়াল সিং কলেজ, নিউ দিল্লি
  • দীনদয়াল উপাধ্যায় কলেজ, নিউ দিল্লি
  • ওম্যান ক্রিশ্চিয়ান কলেজ, মাদ্রাজ

নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?

প্রতিবছরই এই ব়্যাঙ্কিং হয়ে থাকে৷ তবে এবারে এর পরিসর বেড়েছে৷ ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের এ মানদণ্ডে শামিল হয়েছে নতুন ৮০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট৷ তবে বিতর্ক দানা বেঁধেছে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জেএনইউ দ্বিতীয় নম্বরে স্থান পাওয়ায়৷ গত কয়েকদিনে নানা বিতর্কে জেরবার হয়েছে দিল্লির বিশ্ববিদ্যালয়টি৷ বারবার উঠেছে সংবাদের শিরোনামে৷ এরপরও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জেএনইউ’র দ্বিতীয় স্থানে উঠে এল তা নিয়ে উঠছে প্রশ্ন৷ তবে, এর মধ্যে অবশ্যই বাংলার নজর কেড়েছে আইআইটি খড়গপুর, সেন্ট জেভিয়ার্স কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement