সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাস পড়তে না পড়তেই শুরু হিসেব-নিকেষ৷ হিসেব শুধু আয় কিংবা ব্যায়ের নিরিখেই নয় শিক্ষার নিরিখেও৷ এই হিসেবেই দেশের সেরা ১০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাছল কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক৷
কপিলের অনুষ্ঠানে আর ফিরবেন না সুনীল, নিশ্চিত করলেন রাজু
যার মধ্যে দেশের প্রথম দশটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তালিকায় ঠাঁই পেয়েছে-
‘আদিত্যনাথের জন্যই এখনও পাকিস্তান হয়ে যায়নি উত্তরপ্রদেশ’
প্রথম দশটি বিশ্ববিদ্যালয় হল –
আইএস কবল থেকে উদ্ধার ৩৩ ভারতীয়
প্রথম দশটি কলেজ –
নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?
প্রতিবছরই এই ব়্যাঙ্কিং হয়ে থাকে৷ তবে এবারে এর পরিসর বেড়েছে৷ ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের এ মানদণ্ডে শামিল হয়েছে নতুন ৮০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট৷ তবে বিতর্ক দানা বেঁধেছে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জেএনইউ দ্বিতীয় নম্বরে স্থান পাওয়ায়৷ গত কয়েকদিনে নানা বিতর্কে জেরবার হয়েছে দিল্লির বিশ্ববিদ্যালয়টি৷ বারবার উঠেছে সংবাদের শিরোনামে৷ এরপরও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জেএনইউ’র দ্বিতীয় স্থানে উঠে এল তা নিয়ে উঠছে প্রশ্ন৷ তবে, এর মধ্যে অবশ্যই বাংলার নজর কেড়েছে আইআইটি খড়গপুর, সেন্ট জেভিয়ার্স কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.