Advertisement
Advertisement

কীভাবে ব্যবহার করবেন BHIM অ্যাপ?

অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷

How to use BHIM app
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 1:11 pm
  • Updated:December 31, 2016 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ক্যাশলেস অর্থনীতিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেদিকেই আরও একধাপ এগোতে মোদির নয়া পদক্ষেপ ভীম অ্যাপ৷ সরকারি এই অ্যাপের মাধ্যমেই অনায়াসে অনলাইন পেমেন্ট করতে পারবে আম আদমি৷ শুক্রবারই দিল্লিতে মোদি জানিয়েছিলেন, এবার আপনার বুড়ো আঙুলই হবে আপনার ওয়ালেট৷ কিন্তু কীভাবে ব্যবহার করতে এই নয়া অ্যাপ?

আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷ স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাঙ্ক-সহ মোট ৩০টি ব্যাঙ্কের গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে এখন লেনদেন করতে পারবেন৷ আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত কোনও প্রসেসিং ফিও লাগবে না৷ প্লে স্টোরে BHIM UPI লিখে সার্চ করলেই মিলবে অ্যাপ৷ অ্যাপটি ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন যে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করবেন, সেখানে যেন আপনার মোবাইল নম্বরটি রেজিস্টার করা থাকে৷ হিন্দি এবং ইংরাজি, এই দুই ভাষায় অ্যাপটি ব্যবহার করতে পারবেন৷ রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে৷ সেটি দিলেই চালু হবে অ্যাপ৷ এবার মেনুতে অপশন থেকে নিজের ব্যাঙ্কটি বেছে নিন৷ নিজের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের নম্বর এবং মেয়াদের বিস্তারিত তথ্য এন্টার করলেই তৈরি হয়ে যাবে UPI অ্যাকাউন্ট৷

Advertisement

bhim2

এবার মনের মতো UPI পিন বসিয়ে দিন৷ ব্যস! এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে অনায়াসে অর্থ লেনদেন করুন৷ নতুন করে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা কার্ড নম্বর দেওয়ার দরকার হবে না৷ মোবাইল নম্বরই সব কাজ করে দেবে৷ তবে আইওএস এবং উইনডোজ ফোনে এখনও এই সুবিধা ঠিক কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement