সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীতে সাজসাজ রব। চলতি বছর ৭৫তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন করবে দেশ। প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে জমকালো কুচকাওয়াজের আয়োজন করা হয়। ওই প্যারেডের সরাসরি সম্প্রচারও হয়ে থাকে। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ সামনে থেকে কুচকাওয়াজ দেখতে রাজপথে উপস্থিত থাকেন। এর জন্য টিকিট কাটতে হয়। প্রশ্ন হল, অনলাইন এবং অফলাইনে কোথা থেকে সেই টিকিট কাটবেন?
২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে দিল্লির রাজপথে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের প্যারেড। সাড়ে ৯টার মধ্যে আসন সংগ্রহ করতে হয় দর্শকদের। তার আগে কীভাবে টিকিট কাটবেন? সহজ ছয়টি ধাপে অনলাইনে টিকিট কাটতে পারবেন।
১) গুগল সার্চ করে প্রতিরক্ষা মন্ত্রকের অনলাইন পোর্টাল ‘আমন্ত্রণ’-এ (aamantran.mod.gov.in/login) লগ ইন করুন।
২) পোর্টালের চাহিদা মতো একটি মোবাইল নম্বর দিন। সেখানেই পাঠানো হবে ওটিপি।
৩) এছাড়াও নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং ক্যাপচা কোড দিন। এবং রেজিস্টার করুন।
৪) ‘লিস্ট অফ ইভেন্ট’ থেকে সিলেক্ট করুন ‘রিপাবলিক ডে প্যারেড’। সিলেক্ট করুন ‘আইডি টাইপ’। আপলোড করুন আধার কার্ড, প্যান কার্ড, পাশপোর্টের মতো একটি পরিচয়পত্র।
৫) অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করুন।
৬) ডাউনলোড করুন প্রজাতন্ত্র দিবসে প্যারেড দেখার টিকিট।
এর বাইরে অফলাইনেও বিভিন্ন জায়গা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তার মধ্যে রয়েছে ইন্ডিয়া টুরিসম ডেভলপমেন্ট কর্পোরেশনের একাধিক কাউন্টার, ডেলহি টুরিসম ডেভলপমেন্ট কর্পোরেশনের কাউন্টার, সংসদের রিসেপশন অফিস, গভর্মেন্ট অফ ইন্ডিয়ার ট্যুরিস্ট অফিস। এছাড়াও সেনা ভবন, শাস্ত্রী ভবন, যন্তর মন্তর, প্রগতি ময়দান এবং সংসদ ভবনেও মিলবে টিকিট। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা পাশপোর্ট থাকলেই টিকিট সংগ্রহ করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.