সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল নাশকতা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরের বাসিন্দা। এরপরই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় মোদি সরকার। যার মধ্যে অন্যতম ছিল ৪৮ ঘণ্টার মধ্যে এদেশে থাকা পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। সেই ডেডলাইন শেষ হচ্ছে ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার। সূত্রের খবর, ২৭ এপ্রিল পর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত হয়ে ৫৩৭ জন পাক নাগরিক ভারত ছেড়েছেন।
অন্যদিকে, ৮৫০ জন ভারতীয় নাগরিক যাঁদের মধ্যে ১৩ জন কূটনৈতিক আধিকারিক রয়েছেন, তাঁরাও পাকিস্তান থেকে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত হয়ে ভারতে ফিরে এসেছেন। গত ২২ তারিখ পহেলগাঁওয়ে নির্মম সন্ত্রাসবাদী হামলার পর ভারত সরকারের তরফে পাক ভিসা নিয়ে এদেশে থাকা পাক নাগরিকদের পাকিস্তানে ফিরে যাওয়ার নোটিশ জারি হয়। অন্যদিকে, পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরও যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে বলা হয়।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, নোটিশ জারি হওয়ার পর আটারি-ওয়াঘা সীমান্ত হয়ে গত ২৪ এপ্রিল ২৮ জন পাক নাগরিক সেদেশে ফিরে যান। ২৫ এপ্রিল ১৯১ জন পাক নাগরিক এবং ২৬ এপ্রিল আরও ৮১ জন পাক নাগরিক নিজের দেশে ফিরে গিয়েছেন। ২৭ এপ্রিল ২৩৭ জন পাক নাগরিক সেদেশে ফেরেন। একইভাবে গত ২৪ তারিখ ১০৫ জন ভারতীয় দেশে ফেরেন। ২৮৭ জন ভারতীয় নাগরিক ২৫ তারিখ, ২৬ তারিখ ১৩ জন কূটনৈতিক আধিকারিক-সহ আরও ৩৪২ জন এদেশে ফিরে এসেছেন। ২৭ তারিখ ১১৬ জন ভারতীয় নাগরিকও দেশে ফিরেছেন। ওই আধিকারিকরা জানিয়েছেন, বেশ কয়েকজন পাক নাগরিক বিমানে করেও ভারত ছেড়েছেন। তবে যেহেতু বর্তমানে ভারত-পাক সরাসরি বিমান পরিষেবা নেই, সেক্ষেত্রে তারা অন্য দেশ হয়ে ফিরতে পারেন।
এদিকে, স্বল্প মেয়াদি ভিসায় এক হাজার পাক নাগরিক মহারাষ্ট্রে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের ইতিমধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সেখানকার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। ৫০৫০ জন পাকিস্তানি নাগরিক দীর্ঘমেয়াদী ভিসায় মহারাষ্ট্রে রয়েছেন। তাঁদের মধ্যে ১০৭ জন পাক নাগরিকের কোনও ‘হদিশ’ পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.