Advertisement
Advertisement

Breaking News

Delhi

‘ত্রিকোণ প্রেমে’ নৃশংস হত্যা, তরুণীর এক প্রেমিক কুপিয়ে মারল অন্য পাণিপ্রার্থীকে! 

তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ উভয় যুবকের।

How Instagram Love Triangle Led To Murder Of Delhi Man | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:December 30, 2023 7:08 pm
  • Updated:December 30, 2023 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিকোণ প্রেমের জেরে ভয়ংকর হত্যাকাণ্ড দিল্লিতে (Delhi)। ২১ বছরের তরুণীর প্রেমে পড়েন ১৮ ও ২০ বছরের দুই যুবক। তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল তাঁদের। অভিযোগ, উভয়ের মধ্যে শত্রুতা চরমে উঠলে কুড়ি বছরের মাহিরকে হত্যা করেন আঠারো বছরের আরমান খান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া মহিরের বাড়ি গাজিয়াবাদে। পাহাড়গঞ্জে একটি ফ্লেক্স প্রিন্টিংয়ের দোকানে কাজ করতেন তিনি। তরুণী সঙ্গে মহিরের একটি ভিডিওকল নিয়ে আরমানের সঙ্গে ঝামেলা চরমে ওঠে। রাগে তরুণীর ফোন ছিনিয়ে নেয় আরমান। যাতে মাহিরের সঙ্গে কথোপকথন বন্ধ হয়ে যায়। অভিযোগ, সেই ফোনটিকে ফিরিয়ে দেওয়ার নাম করে মহিরকে ভাগিরথী বিহারে ডেকে পাঠিয়েছিল আরমান। তাঁর সঙ্গে ছিল ফয়সল এবং সমীর নামের দুই যুবক। মাহির সেখানে আসামাত্র তিন জন মিলে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

Advertisement

 

[আরও পড়ুন: বাংলা থেকে অযোধ্যায় পদ্ম কর্মীদের জন্য বিশেষ ট্রেন, ‘ঘর ঘর যাত্রা’ বঙ্গেও]

ভাগিরথী বিহারের অন্ধকার রাস্তার ধার থেকে মাহিরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তার পেটে একাধিক ক্ষত ছিল। অতিরিক্ত রক্তপাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জেরা করা হচ্ছে।  

 

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement