সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট সংকট কাটাতে সোমবারই কেন্দ্রীয় অর্থসচিব দেশ জুড়ে মাইক্রো এটিএম বসানোর কথা ঘোষণা করেছেন৷ কিন্তু কী এই মাইক্রো এটিএম? কীভাবেই বা এর থেকে উপকৃত হবেন সাধারণ মানুষ?
মাইক্রো এটিএম হল পয়েন্ট অফ সেল (পিওএস) ডিভাইস৷ আমাদের দেশে এর বহুল প্রচলন নেই৷ কিন্তু কম খরচে ব্যাঙ্কিং পরিষেবা জনগণের কাছে, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এর জুড়ি মেলা ভার৷ নোট সংকটে জনগণের হয়রানি কমাতে এবার এর সাহায্য নিচ্ছে প্রশাসন৷
অনেকটা কার্ড সোয়াইপ মেসিনের মতোই এই পিওএস ডিভাইস৷ তবে এর সঙ্গে আছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার৷ অর্থাৎ আধার কার্ডের বায়োমেট্রিক্স ডেটা থেকেই কোনও একজনের পরিচিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নেবে এই ডিভাইস৷ সাধারণত প্রত্যন্ত অঞ্চলে যে ব্যাঙ্ক কর্মীরা কাজ করেন তাঁরা এই ডিভাইস ব্যবহার করেন৷ সেক্ষেত্রে একজন ব্যক্তি থাকেন যিনি হাতে হাতে টাকা সংগ্রহ করেন বা গ্রাহককে দেন৷ সেই ডেটা মাইক্রো এটিএম ডিভাইসকে জানিয়ে দেন৷ কোর ব্যাঙ্কিং সিস্টেমের সঙ্গে যোগ থাকায় ব্যাঙ্কিং ব্যবস্থায় তা আপডেট হয়ে যায়৷ অর্থাৎ এটিএম ও ব্যাঙ্কের কাজ প্রায় একসঙ্গেই করে দেয় ছোট্ট যন্ত্রটি৷ এটিএম বসানোর খরচ ও চালানোর তুলনায় মাইক্রো এটিএমের খরচ নামমাত্র৷ ফলত অনেক কম খরচেই বহু মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যাবে৷ টাকার লেনদেনের ক্ষেত্রে যেহেতু আধারের মতো পরিচয়পত্র ব্যবহৃত হচ্ছে তাই কোনওরকম ভুলভ্রান্তি হওয়ারও সম্ভাবনা নেই৷ কোর ব্যাঙ্কিং সিস্টেমের নিয়ম অনুযায়ী একমাত্র বৈধ পরিচয়পত্রের সঙ্গে মিললে তবেই ব্যাঙ্কের লেনদেন সম্ভব৷
সাধারণ মানুষ এর ফলে কীভাবে উপকৃত হবেন? এর ফলে আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ধরনা দিতে হবে না সাধারণ মানুষকে৷ এটিএমে এটিএমে লাইনও কমবে৷ এলাকায় যে যে জায়গায় মাইক্রে এটিএম থাকবে, সেখানে ডেবিট কার্ডের সাহায্যেই মানুষ টাকা তুলতে পারবেন৷ এমনকী টাকা জমাও দিতে পারবেন৷
সোম বা মঙ্গলবার থেকেই এটিএম গুলিতে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এসে যাওয়ার কথা৷ এর পাশাপাশি মাইক্রো এটিএম চালু হলে নোট সংকটের পরিস্থিতি যে অনেকটাই স্বাভাবিক হবে তা বলাই বাহুল্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.