Advertisement
Advertisement
Mumbai

ডিজে মেক্সিকান তরুণীকে দিনের পর দিন ধর্ষণ! মুম্বইয়ে গ্রেপ্তার যুবক

আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেলেরও অভিযোগ।

How A Mumbai Man physically assaulted Mexican DJ For Yers | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:December 2, 2023 6:55 pm
  • Updated:December 2, 2023 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় ডিজে মেক্সিকান তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযুক্ত মুম্বইয়ের (Mumbai) এক যুবক। অভিযুক্তও একজন পেশাদার ডিজে বলেই জানা গিয়েছে। যুবকের বিরুদ্ধে হুমকি এবং আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেলেরও অভিযোগ এনেছেন তরুণী। শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে সোশাল মিডিয়া মারফৎ তরুণীর সঙ্গে আলাপ হয় বান্দ্রার বাসিন্দা যুবকের। তরুণীর অভিযোগ, ২০১৯ সালে প্রথমবার নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্তা করেন যুবক। বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা মেক্সকান তরুণীর ম্যানেজার অভিযু্ক্ত ওই যুবক। ডিজে তরুণী জানিয়েছেন, কাজ না দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ করা হত তাঁকে। আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হত।

Advertisement

 

[আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, লণ্ডভণ্ড হবে বাংলা?]

তরুণী জানান, এর মধ্যে ২০২০ সালে বিয়ে করেন যুবক। তার পরেও আচরণের পরিবর্তন হয়নি। কিছুদিন আগে অবধি ধর্ষণের পাশপাশি নোংরা মেসেজ করতেন যুবক। কাজ হারানোর ভয়ে, বদনামের চিন্তায় কিছু বলতে পারতেন না তিনি। গত সপ্তাহে ৩৫ বছরের ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বছর একত্রিশের তরুণী। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে যুবককে।

 

[আরও পড়ুন: ‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement