Advertisement
Advertisement
RBI

পাঁচ দশকে সর্বনিম্ন গৃহস্থের সঞ্চয়! উদ্বেগের পরিসংখ্যান রিজার্ভ ব্যাঙ্কের, কী বলছে মোদি সরকার?

খরচের চাপ সামলাতে নাজেহাল মধ্যবিত্ত, বাড়ছে গৃহস্থের দেনা।

Household savings at 5-decade low: Govt says ‘no distress’, people buying house | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2023 11:01 am
  • Updated:September 29, 2023 11:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খরচের চাপ সামলাতে নাজেহাল মধ্যবিত্ত। রোজগারপাতি ঠিকঠাক হলেও জমছে না টাকা। উলটে দেনায় জর্জরিত হয়ে পড়ছে আমজনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে দেশবাসীকে বুঁদ করে দিয়েছেন, তখনই রিজার্ভ ব্যাঙ্ক দেখিয়ে দিল প্রদীপের নিচের অন্ধকার।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে গৃহস্থের নিট সঞ্চয় নেমে এসেছে জিডিপির ৫.১ শতাংশে।  RBI-এর রিপোর্ট বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। ১৯৭৬-৭৭ সালের পরে সঞ্চয়ের হার আর কখনও এত নিচে নামেনি। অর্থাৎ গৃহস্থের সঞ্চয় পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন। উলটো দিকে গৃহস্থের দেনার বোঝা জিডিপির ৩৭.৬ শতাংশে পৌঁছেছে। এক বছরে এই ঋণের বোঝা বেড়েছে প্রায় ৫.৮ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল মারতে এলে পালটা মার দিন, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব’, হুঙ্কার সুকান্তর]

এই পরিসংখ্যান একটা কথাই বলছে, সার্বিকভাবে দেশের জিডিপি বৃদ্ধির হার ঠিক থাকলেও নিত্যনৈমিত্তিক খরচ এতটা বেড়েছে যে সেই খরচ সামলে সঞ্চয়ের খাতায় টাকা রাখাটা কঠিন কাজ হয়ে যাচ্ছে মধ্যবিত্তের জন্য। উলটে বাড়ি, গাড়ি বা অন্যান্য খরচের জন্য ঋণের পরিমাণও ক্রমশ বাড়ছে। এই পরিসংখ্যান যে বেশ চিন্তার, তাতে কোনও সংশয় নেই।

[আরও পড়ুন: কানের অস্ত্রোপচার করতে গিয়ে শিশুমৃত্যু! বর্ধমান মেডিক্যালের ২ চিকিৎসকের বিরুদ্ধে থানায় পরিবার]

যদিও সরকার এই চিন্তার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে। অর্থমন্ত্রকের কর্তাদের বক্তব্য, এই পরিসংখ্যানে চিন্তার কোনও কারণ নেই। উলটে এটা ভাল লক্ষণ। সরকারি নীতিতে আম আদমি এতটাই আশ্বস্ত যে, টাকা ব্যঙ্কে জমিয়ে না রেখে গাড়ি-বাড়ি কেনার জন্য খরচ করছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় বলেই মানুষ ঋণ নেওয়ার সাহস দেখাচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement