সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উজ্জ্বলা যোজনাতেও লাভ হয়নি। ভারতে গেরস্থালির জ্বালানির দূষণের পরিমাণ কমেনি একটুও। অন্তত পরিসংখ্যান সেকথাই বলছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে Collaborative Clean Air Policy Centre নামের এক সংস্থার প্রকাশ করা পরিসংখ্যান বলছে, উজ্জ্বলা যোজনা চালু হওয়ার পরেও গত এক বছরে গোটা দেশে গেরস্থালির দূষণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৮ লক্ষ মানুষের।
মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেক পরিবারের কাছে জ্বালানি গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল। বিশেষ করে গ্রামীণ ভারতের মা-বোনেদের জ্বালানি সমস্যা মেটাতে সব পরিবারকে রান্নার গ্যাস দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী। মোদির সেই ফ্ল্যাগশিপ প্রকল্প উজ্জ্বলা যোজনার সাফল্য নিয়ে বেশ বুক বাজিয়েছে সরকার। সরকারের দাবি, গত পাঁচ বছরে মোট আট কোটি পরিবারের হাতে এলপিজি তুলে দেওয়া গিয়েছে। এই প্রকল্পের মূলত দুটি উদ্দেশ্য ছিল। এক, গরিব মা-বোনেদের রান্নার কষ্ট কমানো। দুই, কাঠ বা কয়লা জাতীয় জ্বালানির পরিমাণ কমিয়ে গেরস্থালির দূষণ কমানো। কিন্তু, পরিসংখ্যান বলছে, এই দ্বিতীয় উদ্দেশ্যটিতে কার্যত পুরোপুরি ব্যর্থ হয়েছে উজ্জ্বলা।
Collaborative Clean Air Policy Centre -এর করা সমীক্ষায় জানা গিয়েছে, বায়ুদূষণের ফলে যে মৃত্যু হয়েছে, তাঁর বৃহত্তম কারণ গেরস্থালির জ্বালানির দূষণ। গত এক বছরে বায়ুদূষণের কারণে ভারতে প্রায় ১১ লক্ষ মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে আট লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গেরস্থালির জ্বালানি দূষণের জেরে। মূলত, কাঠ, গোবর, পাতা এবং চাষবাষের বর্জ্য পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহারের জেরে এই দূষণ হয়েছে। ওই সংস্থার দাবি, দেশের প্রায় ১৬ কোটি পরিবার এখনও রান্নার জন্য এই ধরনের জ্বালানিই ব্যবহার করে। সুতরাং, বলতেই হচ্ছে উজ্জ্বলা যোজনা যে উদ্দেশ্যে আনা হয়েছিল, তা অনেকাংশেই ব্যর্থ হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.