সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীর রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ধাঁচে এবার বুলডোজার দাওয়াই মধ্যপ্রদেশ (Madhya Pradesh) প্রশাসনের। উজ্জয়িনীর ‘ধর্ষকে’র বাড়ি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্থানীয় পৌরসভা। যদিও পৌরকর্তাদের দাবি, সরকারি জমিতে বেআইনি নির্মাণের কারণেই অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে।
উজ্জয়িনীতে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। নির্যাতিতা কিশোরী দোরে দোরে ঘুরলেও তাকে কেউ সাহায্য করেনি। অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে দেখে প্রায় সকলেই এড়িয়ে যায়। তবে শেষপর্যন্ত এক পুরোহিত তাকে সাহায্য করেন। তিনি অর্ধনগ্ন তরুণীকে গায়ের জামা খুলে দেন। তাঁর উদ্যোগেই পুলিশের সাহায্যে হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অটোচালক ভারত সোনিকে।
উজ্জয়িনী পৌরসভার দাবি, অভিযুক্তের পরিবার কয়েক বছর ধরে সরকারি জমিতে ওই বাড়িতে বসবাস করছে। পৌরকর্তা রোশন সিংয়ের বক্তব্য, বাড়িটি যেহেতু সরকারি জমিতে রয়েছে, ফলে তা ভাঙার জন্য আগাম নোটিসেরও কোনও প্রয়োজন নেই। মধ্যপ্রদেশের পুলিশের উপস্থিতিতে আগামীকাল দখলি বাড়িটি ভেঙে ফেলা হবে। এদিকে নৃশংস ধর্ষণের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা অজয় বর্মা জানিয়েছেন, কম করে ৩০-৩৫ জন পুলিশকর্মী তদন্তের দায়িত্বে রয়েছেন। গত তিন-চার দিন তারা ঘুমোনোর সময়টুকু পাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.