Advertisement
Advertisement

Breaking News

Kerala

রক্তাক্ত কেরল! ১২ ঘণ্টার মধ্যে খুন SDPI ও বিজেপি নেতা, জারি ১৪৪ ধারা

রবিবার কাকভোরে বিজেপি নেতাকে বাড়ি ঢুকে খুন দুষ্কৃতীদের।

Hours after SDPI leader’s murder, BJP leader Hacked to death in Kerala। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 19, 2021 12:07 pm
  • Updated:December 19, 2021 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ ঘণ্টার ব্যবধানে কেরলে (Kerala) দুই রাজনৈতিক নেতার খুন ঘিরে ঘনাল চাঞ্চল্য। শনিবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এক নেতার হত্যার পরে রবিবার ভোরে বিজেপি (BJP) নেতা ও দলের ওবিসি মোর্চার রাজ্য সচিব রণজিৎ শ্রীনিবাসনকে তাঁর বাড়ি ঢুকে খুন (Murder) করল দুষ্কৃতীরা। যার জেরে রাজ্যের আলাপ্পুজা জেলায় জারি ১৪৪ ধারা।

জানা গিয়েছে, রবিবার সকালে রোজকার মতোই প্রাতঃভ্রমণে বেরচ্ছিলেন ওই জনপ্রিয় বিজেপি নেতা। ঠিক তখনই তাঁর বাড়ি চড়াও হয় দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও মা। তাঁদের সামনেই তাঁকে মারধর করতে থাকে আততায়ীরা। এরপর তাঁর গলা কেটে দেয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নেতার। সকালেই ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: দেশে আরও কমল করোনার অ্যাকটিভ কেস, বাড়ছে ওমিক্রন আক্রান্ত]

এর আগে গতকাল, শনিবারই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া তথা SDPI নেতা ও দলের রাজ্য সচিব কে এস খানকেও খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বাড়ি ফেরার পথে তাঁর উপরে চড়াও হয় তারা। ওই খুনে বিজেপি-আরএসএস জোটের দিকে আঙুল তুলেছেন দলের রাজ্য সভাপতি মুভাত্তুপুজা আশরফ মৌলবি। সংবাদমাধ্যমের সামনে দেওয়া এক বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দেন, যদি আরএসএস ও বিজেপি এই ধরনের হামলা থেকে নিবৃত্ত না হয়, তাহলে তাদের কড়া জবাব দেওয়া হবে।

দুই হত্যারই তীব্র নিন্দা করেছেন রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা ও কেরলের প্রাক্তন স্বরাষ্ট্রমমন্ত্রী রমেশ চেন্নিথালা। তিনি বলেন, ”বিজেপি ও এসডিপিআইয়ের উচিত এই ধরনের খুনোখুনির প্রতিশোধে মেতে না উঠতে। এটা রাজনীতি নয়।” তিনি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের শাসক দল ও পুলিশের উপরে। তাঁর মতে, রাজ্যে এভাবে প্রতিহিংসার ঘটনা ঘটছে অথচ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

[আরও পড়ুন: প্রভাব ফেলতে পারে অর্থনীতিতে, ক্রিপ্টোকারেন্সি বন্ধ করার পক্ষেই সওয়াল আরবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement