ছবি সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগী কিংবা আত্মীয়দের অন্ধকারে রেখে যখন-তখন আইসিইউতে (ICU) ভর্তি করা যাবে না। বেসরকারি হাসপাতালের দৌরাত্মে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।
আসলে রোগীকে আইসিইউতে ভর্তি করা বা সাধারণ ওয়ার্ড থেকে রাতারাতি আইসিইউতে স্থানান্তর করা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে, প্রয়োজন না থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতাল রোগীদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করাচ্ছে শুধু বাড়তি মুনাফার লোভে। আবার অনেক সময় দেখা যায় কোনও গুরুতর অসুস্থ রোগীর আর কোনও চিকিৎসা সম্ভব নয়, তেমন রোগীকে অহেতুক আইসিইউতে রেখে দেওয়া হচ্ছে। এসব রুখতেই কেন্দ্র নয়া গাইডলাইন তৈরি করেছে।
২৪ জন বিশেষজ্ঞের পরামর্শে তৈরি করা গাইডলাইনে কেন্দ্র হাসপাতালগুলিকে জানিয়ে দিল, রোগী বা রোগীর পরিবারের সম্মতি ছাড়া কাউকে আইসিইউতে ভর্তি করা যাবে না। রোগীর অবস্থা সংকটজনক হলেও আগে পরিবারের সম্মতি নিয়ে তবেই ভর্তি করতে হবে আইসিইউতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কারও চিকিৎসা আর সম্ভব নয়, বা চিকিৎসায় প্রত্যাশিত সাড়া দিচ্ছেন না, বা বাঁচার সম্ভাবনা কার্যত নেই, সেসব ক্ষেত্রে আইসিইউতে অনর্থক আটকে রাখা যাবে না রোগীকে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না অথচ বাঁচার ইচ্ছা আছে, সেই ধরনের রোগীর ক্ষেত্রে পরিবার চাইলে আইসিইউতে ভর্তি রাখা যেতে পারে।
কেন্দ্রের গাইডলাইন বলছে, আইসিইউতে ভর্তির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে অচৈতন্য অবস্থায় আছেন, শ্বাসযন্ত্রের সমস্যা আছে এবং শ্বাসযন্ত্রের সহায়তা প্রয়োজন এমন রোগীকে। শ্বাসযন্ত্রের অস্থিরতার মতো কোনও বড় শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন বা বড় অস্ত্রোপচার করতে হবে এমন রোগীকেও প্রধান্য দিয়ে ভর্তি করা হবে আইসিইউতে। একই সঙ্গে কোনও মহামারী এলে আইসিইউতে ভর্তির ক্ষেত্রে চিকিৎসকদের নিজস্ব বিবেচনা কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.