Advertisement
Advertisement

Breaking News

পুরনো নোট নিতে অস্বীকার, ভাইয়ের দেহ পেতে নাজেহাল মন্ত্রী

পুরনো নোট না নিলে লিখে দিতে হবে হাসপাতালকে, নির্দেশ মন্ত্রীর৷

Hospital rejects old notes  fron minister sadananda gowda for brother’s body
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 1:29 pm
  • Updated:November 23, 2016 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাতিল ঘোষণার পর থেকে পুরনো নোট নিতে অস্বীকার করছে বিভিন্ন হাসপাতাল৷ এমনই অভিযোগ আসছে বিভিন্ন জায়গায়৷ এবার সেই হেনস্তার সাক্ষী খোদ কেন্দ্রীয়মন্ত্রী সদানন্দ গৌড়া ও তাঁর পরিবার৷ নতুন নোট না দেওয়ায় সদানন্দ গৌড়ার ভাইয়ের দেহ দিতে অস্বীকার করল হাসপাতাল৷ আর তাতেই অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্ষুব্ধ মন্ত্রী৷ সদানন্দ গৌড়া সাফ জানান, হাসপাতাল পুরনো নোট নিতে না চাইলে লিখে দিক৷ তার পরবর্তী ব্যবস্থা তিনি নেবেন৷

গত মঙ্গলবার কর্ণাটকের ম্যাঙ্গালুরুর কস্তুরবা মণিপাল হাসপাতালে মৃত্যু হয় কেন্দ্রীয়মন্ত্রী সদানন্দ গৌড়ার ভাই ভাস্কর গৌড়া৷ জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়৷ এরপর মন্ত্রী নিজে তাঁর পরিবারের সঙ্গে দেহ নিতে হাসপাতালে পৌঁছন৷ হাসপাতালের তরফে জানানো হয়, ৬০,০০০ টাকা দিলে তবেই দেহ প্রত্যর্পণ করা হবে৷ অভিযোগ, সেই টাকা পুরনো নোটে দিতে গেলে নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই সময় মন্ত্রী মনে করিয়ে দেন, ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট নিতে হাসপাতাল বাধ্য৷ তা সত্ত্বেও হাসপাতাল তা নিতে অস্বীকার করে৷ অগত্যা চেকের মাধ্যমে বিল দিতে বাধ্য হন গৌড়া পরিবার৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷

Advertisement

এরপরই সাংবাদিকদের জানান, বিভিন্ন হাসপাতাল পুরনো নোট নিতে অস্বীকার করছে৷ সেক্ষেত্রে রোগীরা কি ধরনের সমস্যায় পড়ছেন তা তিনি বুঝতে পারছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement