Advertisement
Advertisement
করোনা

করোনার উপসর্গ শুনেই অ্যাম্বুল্যান্স দিতে নারাজ হাসপাতাল! বিনা চিকিৎসায় মৃত্যু রেলকর্মীর

কোনওক্রমে হাসপাতালে নিয়ে গেলেও ওই ব্যক্তির চিকিৎসা করা হয়নি বলেই অভিযোগ।

Rail Hospital denies ambulance for a patient suspected corona infected
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 12, 2020 3:14 pm
  • Updated:April 12, 2020 5:44 pm  

সুব্রত বিশ্বাস: রোগী করোনা (Corona Virus) আক্রান্ত। স্রেফ এই সন্দেহের কারণে রেলকর্মী পেলেন না হাসপাতালের অ্যাম্বুল্যান্স। কোনওক্রমে হাসপাতালে পৌঁছলেও কোনও পরীক্ষা ছাড়াই তাঁকে রেফার করা হল অন্যত্র। যার ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই রেলকর্মী। ঘটনায় ক্ষোভে ফুঁসছে ওয়েস্ট সেন্ট্রাল রেলের কোটা ডিভিশনের কর্মীরা।

কোটা স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় বিদ্যালয় ২ নম্বর এলাকায় থাকতেন ওই মালগাড়ির চালক। শনিবার তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় সহকর্মীরা স্থানীয় রেল হাসপাতালে ফোন করে অ্যাম্বুল্যান্স পাঠাতে অনুরোধ করেন। কিন্তু উপসর্গ শুনেই অ্যাম্বুল্যান্স পাঠানো যাবে না বলে সাফ জানিয়ে দেয় হাসপাতাল। এভাবেই কেটে যায় কয়েকঘণ্টা। পরে স্থানীয় থানায় ফোন করলে ব্যবস্থা হয় অ্যম্বুল্যান্সের। সহকর্মীদের অভিযোগ, রেল হাসপাতালের চিকিৎসক রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে নামতে দেননি। দূর থেকে শুনেই ওই ব্যক্তিকে এমবিএস হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই হাসপাতালে নেওয়ার কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয় ওই রেলকর্মীর।

Advertisement

[আরও পড়ুন: করোনা আবহে ২০০০ টাকা করে সাহায্য পেয়েছেন প্রায় সাত কোটি কৃষক! দাবি কেন্দ্রের]

এরপর মৃতের নমুনা টেস্টের জন্য পাঠানো হয় জয়পুরে। পরিবারের লোকজনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। জানা গিয়েছে, রিপোর্টের উপর ভিত্তি করেই ওই ব্যক্তির সৎকারের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন রেল কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, লোক দেখানো পরিষেবা চলছে। রেল হাসপাতালগুলি থেকে অন্য রোগীদের ছুটি দিয়ে করোনা চিকিৎসা কেন্দ্র করে হচ্ছে। দু’হাজার কোটি খরচ করে কোচ আইসলেশন করা হচ্ছে, অথচ রেল হাসপাতাল শুধুই সন্দেহের বশে রেলকর্মীর চিকিৎসা না করায় মৃত্যুর ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেল।

[আরও পড়ুন:লকডাউন কার্যকর করতে গিয়ে ধুন্ধুমার, পুলিশের হাত কেটে পালাল দুষ্কৃতীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement