সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের আনা নয়া কৃষি আইন নিয়ে ক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। উত্তাল দিল্লি (Delhi), পাঞ্জাব (Punjab) এবং হরিয়ানা (Haryana)। এই পরিস্থিতিতে নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
গোটা দেশের মুখে যাঁরা অন্ন তুলে দেন, সেই কৃষকদের নিজেদের স্বার্থে ব্যবহার করছেন কয়েকজন। সরকার যেন সেই সমস্ত দেশদ্রোহীদের আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেয়। টুইট করে এমনই বার্তা দিলেন কঙ্গনা। এদিন তিনি লেখেন, ‘‘লজ্জা...কৃষকদের নামে অনেকেই নিজের আখেড় গুছিয়ে নিচ্ছে। কেন্দ্রের উচিত সেই সমস্ত দেশ বিরোধী, রক্তপিপাসু শকুনি এবং টুকরে গ্যাংকে আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেওয়া।’’ যদিও তাঁর এই বক্তব্যের পরেই পালটা সরব হয়েছেন নেটিজেনরাও। কেউ কেউ আবার তাঁকে সমর্থনও জানান।
Shame….. in the name of farmers har koi apni rotiyaan sek raha hai, hopefully government won’t allow anti national elements to take advantage and create another Shaheen Baag riots for blood thirsty vultures and tukde gang… https://t.co/e3xrt1IcVP
— Kangana Ranaut (@KanganaTeam) November 28, 2020
Madam ji aap ek kisaan ke character mai ah kr soche tou ap ko sb answer mil jaye ge, ke hr punjab ka kisaan bilkul right hai or unka protest vi, ic ka anwer aap ko very soon milega,
— Nishan singh sandhu (@nishansandhu132) November 28, 2020
এর আগে অবশ্য অপর দুই অভিনেত্রী তাপসী পান্নু এবং স্বরা ভাস্কর অবশ্য নয়া এই প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনাই করেছেন। কড়া পুলিশি নিরাপত্তায় বিক্ষোভরত কৃষকদের রাজধানী দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার পরেই, সেই খবর শেয়ার করে টুইটারে তাপসী পান্নু (Taapsee Pannu) লেখেন, “একদম সময় নষ্ট করা যাবে না, টুইটারবাসী চলুন এবার খাবার বয়কট করা যাক। আপনারাই পারবেন।” রোহিনী সিংয়ের টুইট শেয়ার করে সরব হন অভিনেত্রী স্বরা ভাস্করও (Swara Bhasker)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.