সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু চিকিৎসক এবং চিকিৎসা দুনিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন সমকাম আসলে এক ধরনের রোগ বা বিকার। আর সমকাম বিবাহ আইনি স্বীকৃতি পেলে সমাজে এই প্রবণতা আরও বাড়বে। এমনই বিস্ফোরক দাবি করল আরএসএস-এর মহিলা শাখার সমীক্ষা। যা সমকাম বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করল।
আরএসএসের মহিলা শাখা অর্থাৎ রাষ্ট্র সেবিকা সমিতি জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা এবং আয়ুর্বেদের সঙ্গে যুক্ত ৩১৮ জনকে নিয়ে একটি সমীক্ষা করা হয়। আর সেখানেই দাবি করা হয়েছে, সমকাম আসলে একটি বিকার। সমকাম বিবাহে (Same Sex Marriage) যদি আইনি সিলমোহর পড়ে, সেক্ষেত্রে এই রোগ সমাজের বুকে বাড়তেই থাকবে। অর্থাৎ সমকাম বিবাহে সবুজ সংকেত দেওয়ার অর্থ এই প্রবণতায় ইন্ধন জোগানো।
আরএসএস-এর মহিলা শাখা সমওয়ারধিনি ন্যাস জানান, সমীক্ষায় উঠে এসেছে যে ৭০ শতাংশ চিকিৎসকই জানিয়েছেন সমকাম আসলে একটি রোগ। অন্যদিকে ৮৩ শতাংশ দাবি করেছে, সমকামী যুগলদের শারীরিক সম্পর্ক থেকেই নানা ধরনের যৌন রোগ সবচেয়ে বেশি ছড়ায়। তাই এই বিকারকে আইনি সিলমোহর দেওয়া মানে এই রোগে উসকানি দেওয়া।
আরএসএস-এর এই মহিলা শাখা সংগঠনের করা সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, এর পরেও যদি সমকাম বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই রোগে আক্রান্তদের সুস্থ করার থেকে, তাঁদের আরও অসুস্থ করে তোলা হবে। তাই বিকার দূর করতে কাউন্সেলিংই সেরা উপায়। উল্লেখ্য, সমকাম বিবাহের স্বীকৃতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা হয়েছে। ইতিমধ্যেই যার একাধিকবার শুনানি হয়েছে। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত রায় শোনায়নি দেশের শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.