Advertisement
Advertisement

Breaking News

Rampurhat Incident

Rampurhat Clash: রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্যে আসছে কেন্দ্রীয় দলও

সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি।

Rampurhat Incident: Home Ministry seeks report on Rampurhat massacre
Published by: Paramita Paul
  • Posted:March 22, 2022 4:23 pm
  • Updated:March 22, 2022 6:57 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: বীরভূমের রামপুরহাট কাণ্ড (Rampurhat Incident) নিয়ে তৎপর কেন্দ্র। এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল দিল্লি। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।

মঙ্গলবার সকাল থেকেই রামপুরহাট কাণ্ড (Rampurhat Incident) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি রাজ্যের শাসকদলের। এদিকে এই ঘটনার আঁচ পৌঁছেছে দিল্লিতেও। রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা। এর পরই বগটুই গ্রামের ঘটনায় রিপোর্ট চেয়েছে শাহের মন্ত্রক। জানা গিয়েছে, রাজ্যে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপিও। রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ড নিয়ে কলকাতা হাই কোর্টে বিজেপি, মিলল মামলা দায়েরের অনুমতি]

এদিকে ইতিমধ্যে বগটুই হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে নেমেছে বিজেপির পরিষদীয় দল। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন বিজেপি বিধায়করা। রাজভবনের গেট থেকে ভিডিও কনফারেন্সে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলবেন তাঁরা। গোটা ঘটনার বিস্তারিত বর্ণনা দেবেন তাঁরা।

রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর তীব্র নিন্দা করেছেন পার্থ। বলেন, “যে কোনও মৃত্যু দুর্ভাগ্যজনক। শোনা যাচ্ছে যে এই ঘটনার জন্য কেন্দ্র টিম পাঠাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ আধিকারিকদের ক্লোজ করা হয়েছে। সিট গঠন হয়েছে। এই বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ তদন্ত হবে। রাজ্যের পাশে না দাঁড়িয়ে টিম পাঠানো নিন্দনীয় ঘটনা। ” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লিতে এত ঘটনা ঘটে, সেখানে কি টিম পাঠানো হয়েছে?”

[আরও পড়ুন: ‘আমরা মারিনি, মৌমাছির কামড়ে মারা গিয়েছে’, লকআপে বন্দিমৃত্যু নিয়ে আজব সাফাই বিহার পুলিশের]

এদিকে বগটুই গ্রামে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিস্থিতি খতিয়ে দেখে সাংবাদিক বৈঠক করেন তিনি। বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। যা অনুধাবন করলাম, আমাদের লোককে খুন করে, আমাদের লোককে পুড়িয়ে যে বদনাম করার চেষ্টা করা হয়েছে তা চলবে না। অপরাধীদের ধরতেই হবে। যারা বাংলাকে বদনাম করতে চায় সকলকে ধরতে হবে।” তিনি আরও জানিয়েছেন, সন্ধ্যায় সিট যাচ্ছে, ডিজি যাচ্ছেন। পুলিশ তদন্ত করবে। উচ্চপর্যায়ের তদন্ত হবে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে ফিরহাদের প্রতিক্রিয়া, “স্বরাষ্ট্রমন্ত্রক কী করছে জানি না। সিটের তদন্তে ভরসা আছে। সুচপুরের ঘটনায় সিবিআই চেয়েছিলাম। কিন্তু সিবিআই সঠিক তদন্ত করে না। কেন্দ্রীয় দল লোক দেখানোর জন্য পাঠাচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement