Advertisement
Advertisement

Breaking News

‘সুকমায় সিআরপিএফ জওয়ানদের বলিদান বিফলে যাবে না’

জওয়ানদের ওপর মাওবাদীদের হামলার ঘটনায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  Home Minister Rajnath Singh said the sacrifices of jawans will not go in vain.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 3:59 am
  • Updated:March 12, 2017 3:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুকমায় সিআরপিএফ জওয়ান ওপর অতর্কিতে হামলা চালানোটা কাপুরুষের মতো কাজ। এমনটাই মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মাওবাদীদের গুলিতে শহিদ সিআরপিএফ জওয়ানদের বলিদান কখনই বিফলে যাবে না, জানিয়েছেন তিনি।

জেনে নিন দোল পূর্ণিমায় কোন দেবতাকে কী দিয়ে পুজো দেবেন…

শনিবার সকালে ভেজ্জি থেকে কোট্টাচেরু যাওয়ার পথে সিআরপিএফের ২১৯ ব্যাটালিয়নের জওয়ানদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। ঘটনায় ১২ জন জওয়ান শহিদ হন। আহত হন আরও ৪ জন। যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এরপরেই ছত্তিশগড়ের সুকমায় শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরে মানা ক্যাম্পে ছত্তিশগড় সশস্ত্রবাহিনীর ফোর্থ ব্যাটলিয়নের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। মাওবাদীরা কর্তব্যরত জওয়ানদের ওপর গুলি চালিয়ে খুবই কাপুরুষোচিত কাজ করেছে। রাস্তা তৈরির কাজ চলাকালীন জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিল। সেসময়ই তাঁদের ওপর হামলা চালানো হয়। শহিদ জওয়ানরা বীরত্ব এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। আমি তাঁদের বলিদানকে শ্রদ্ধা জানাচ্ছি।’ শুধু সিআরপিএফ জওয়ানরা নন, ছত্তিশগড় পুলিশেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

Advertisement

বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে চাপ বাড়ল বাগানের

দক্ষিণ বস্তারের সুকমা জেলার এই অঞ্চলটি মাওবাদীদের মুক্তাঞ্চল নামেই পরিচিত। কিন্তু বর্তমানে কিছুটা হলেও কোণঠাসা ছিল তারা। তাই এই ঘৃণ্য কাজ করেছে মাওবাদীরা। তবে খুব শীঘ্রই মাওবাদীদের দৌড়াত্ম্য কমে যাবে। এমনটাই জানিয়েছেন রাজনাথ।

বোলপুরে পা রাখতেই রাঙা পলাশের অভ্যর্থনা

এদিন হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি মৃত জওয়ানদের বাড়ির লোকদের প্রতি শোকজ্ঞাপনও করেন। বলেন, ‘আমি দেশবাসীকে বলতে চাই জওয়ানদের এই বলিদান বিফলে যাবে না। শহিদদের মৃতদেহ রবিবার সন্ধ্যার মধ্যে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’ এর সঙ্গেই তিনি আরও বলেন, ‘শহিদ জওয়ানদের জীবন অনেক মূল্যবান। আমরা সবরকমভাবে তাঁদের পরিবারের পাশে দাঁড়াব।’ এদিন রাজনাথ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠক সারেন। জানিয়ে দেন, মাওবাদীদের নিকেশ করতে কেন্দ্র বদ্ধপরিকর। প্রয়োজনে রাজ্য সরকারকে সবরকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন।

হোলি হ্যায়! রং খেলুন, কিন্তু সাবধানে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement