সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মিলল স্বস্তি। করোনামুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একের পর এক মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় যখন চিন্তার ভাঁজ পড়ছে গেরুয়া শিবিরে, তখন রবিবার অমিত শাহের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দলের নেতা-মন্ত্রীরা।
অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) ভূমিপুজোর দিন তিনেক আগে অর্থাৎ গত ২ আগস্টই মারণ ভাইরাস থাবা বসায় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে। সেদিনটাও ছিল রবিবার। দুপুরে টুইট করে নিজেই সেই খবর জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দিল্লিকে করোনামুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। দিন কয়েক ধরে তাঁর নিজেরই করোনার উপসর্গ দেখা দেওয়ায় কোভিড পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সেখানে বসেই ৫ আগস্ট ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। রাম মন্দির নিয়ে টুইটও করেছিলেন তিনি। হাসপাতাল থেকেও লাগাতার জনসংযোগ রাখেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী- সকলেই। সকলের প্রার্থনায় সপ্তাহখানেকের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন অমিত শাহ। এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে অমিত শাহর করোনামুক্ত হওয়ার কথা জানান।
Home Minister Amit Shah tests negative for #COVID19, announces BJP MP Manoj Tiwari in a tweet. pic.twitter.com/4RYqe3GgmN
— ANI (@ANI) August 9, 2020
গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শও দিয়েছিলেন। তাঁর পরামর্শ মেনে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ অনেকেই হোম আইসোলেশনে চলে যান। বাংলার তিন সাংসদ নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ জগন্নাথ সরকারও নিজেদের হোম কোয়ারেন্টাইনে রাখেন। এখন তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। দ্রুতই কাজে যোগ দেওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.