ফাইল ছবি
বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বঙ্গ বিজেপি নেতাদের আচরণে ক্ষুব্ধ অমিত শাহ (Amit Shah)। শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিলেন। এখনই দিল্লিতে আসার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করতে চেয়ে সময় চান শুভেন্দু (Suvendu Adhikari)। আজ মঙ্গলবার বৈঠক হওয়ার কথা থাকলেও বাতিল করেন শাহ। সংসদ ও গুজরাট নিয়ে ব্যস্ত আছেন তাই বৈঠক করতে পারবেন না বলে জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে দু’বার বিজেপির রাজ্য সভাপতিকে সময় দিয়েও বাতিল করেন তিনি। সুত্রের খবর, শাহ সংসদে পৌঁছলেই দেখা করতে ঘরের সামনে লাইন দিচ্ছেন বাংলার সাংসদরা। তাতেও খানিক বিরক্ত হন দলের ও মন্ত্রিসভার সেকেন্ড ইন কম্যান্ড।
প্রথমে ঠিক ছিল ১৯ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীতে আসবেন শুভেন্দু অধিকারী। কিন্তু আচমকাই দিন বদলে দিল্লি যাত্রা সাতদিন এগিয়ে আনেন তিনি। সূত্রের খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Suknata Majumdar) দু’বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও সময় দেননি অমিত শাহ। ফিরিয়ে দেন। এরপরেই সক্রিয় হয়ে ওঠেন বিরোধী দলনেতা। অমিত শাহ ও জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সময় চান। আসল উদ্দেশ্য ছিল সুকান্তকে তাঁর ক্ষমতা দেখানো। সময়ও দিয়ে দেন শাহ। সোমবার ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের শপথ। অমিত শাহ সেখানে রয়েছেন। আজ দিল্লি ফিরে আসার কথা। এই অবস্থায় এখনই বাংলার বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না জানিয়ে দেওয়া হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।
জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির ওপর ক্ষুব্ধ শাহ ও নাড্ডারা। বিরক্তও। কারণ প্রতিদিনই কোনও না কোনও সাংসদ সাক্ষাৎ করতে চেয়ে লাইন দিচ্ছেন। ইতিমধ্যেই সাংসদ খগেন মুর্মু, লকেট চট্টোপাধ্যায়রা দেখা করেছেন। অন্য সাংসদরাও তাঁদের এলাকার দাবি দাওয়া ও সংগঠন নিয়ে অভিযোগ জানাতে উদ্যোগী হয়েছেন। তাতেই ক্ষুব্ধ হন শাহ। এই মুহূর্তে বঙ্গের কোনও নেতার সঙ্গে দেখা করবেন বলে সটান জানিয়ে দেন বলে সূত্রের খবর। যদিও শুভেন্দুর তরফে রাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে সূত্র মারফত খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.