Advertisement
Advertisement
Keshava Rao

এক দশক পর ঘর ওয়াপসি, কংগ্রেসে ফিরলেন কেশব রাও

তেলেঙ্গানায় বিআরএস ভেঙে প্রায় রোজই কেউ না কেউ কংগ্রেসে যোগ দিচ্ছেন।

Home coming for Keshava Rao, as Kharge welcomes him back into Congress
Published by: Subhajit Mandal
  • Posted:July 3, 2024 8:51 pm
  • Updated:July 3, 2024 8:51 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ঘর ওয়াপসি সাংসদ কেশব রাওয়য়ের। পুরনো দল কংগ্রেসে ফিরলেন তেলুগু রাজনীতির প্রবাদপ্রতিম মুখ। বুধবার তাঁকে দলে ফেরান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী (Rahul Gandhi)।

অবিভক্ত অন্ধ্রে কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন কেশব রাও (Keshav Rao)। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএসআরের ঘনিষ্ঠ ছিলেন তিনি। অবিভক্ত অন্ধ্রের প্রদেশ সভাপতি হওয়ার পাশাপাশি দিল্লির রাজনীতিতেও সক্রিয় ছিলেন। একটা সময় ছিলেন বঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষকও। তেলেঙ্গানা রাজ্য গঠনের পরই কংগ্রেস ছেড়ে কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএসে যোগদান করেন তৎকালীন কংগ্রেস নেতা। এর পর দীর্ঘ কয়েক বছর কেটে গিয়েছে। বিআরএসের টিকিটে রাজ্যসভার সাংসদ হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: জেলবন্দি অবস্থায় জয়ী ‘খলিস্তানি’ অমৃতপাল, শপথ নিতে প্যারোলে মুক্তি

গত বেশ কয়েকমাস ধরে জল্পনা চলছিল। তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেসের (Congress) জয় আসতেই কেশব রাওয়য়ের ঘরে ফেরা ছিল সময়ের অপেক্ষা। তেলেঙ্গানার কংগ্রেস পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার দিল্লিতে আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে এসে কংগ্রেসে যোগ দেন তিনি। খাড়গে এবং রাহুলরা ছাড়াও ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

[আরও পড়ুন: সিবিআইয়ের পর ইডি, জোড়া আবেদনের জেরে ১২ জুলাই পর্যন্ত জেলেই কেজরি

কেশন রাওয়ের কংগ্রেসে ওয়াপসি অবশ্য নতুন কিছু নয়। তেলেঙ্গানায় বিআরএস (BRS) ভেঙে প্রায় রোজই কেউ না কেউ কংগ্রেসে যোগ দিচ্ছেন। গত কয়েক মাসে অন্তত ৬ জন বিধায়ক নাম লিখিয়েছেন হাত শিবিরে। দলে যোগ দিয়েছেন একাধিক সাংসদও। সব মিলিয়ে ক্ষমতা দখলের পরই তেলেঙ্গানায় শক্তিশালী হচ্ছে কংগ্রেস।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement