সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনে জল ভরে ফেলেছিলেন৷ কিন্তু কাচার জন্য ডিটারজেন্টই শেষ৷ তাই দুই শিশুকে ঘরে রেখে দোকানে গিয়েছিলেন মা৷ আর এই ফাঁকে বছর তিনেকের দুই যমজ ভাই ঢুকে পড়ে ওয়াশিং মেশিনে৷ আর তাতেই ডুবে মারা গেল নিশান্ত ও নকশা নামে বছর তিনেকের দুই শিশু৷ শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রোহিনীতে৷
ওই মহিলা যখন দোকানে কাপড় কাচার ডিটারজেন্ট কিনতে গিয়েছিলেন, তখন ওয়াশিং মেশিনের সামনেই খেলা করছিল দুই ভাই৷ ছয় মিনিট পড়ে ফিরে এসে ছেলেদের না দেখে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি৷ কিন্তু প্রায় কুড়ি মিনিট ধরে তন্নতন্ন করে খোঁজার পরেও পাওয়া যায়নি ওই দু’জনকে। শেষ পর্যন্ত তাঁদেরই এক প্রতিবেশী পুলিশকে ফোন করেন৷ এর মধ্যেই শিশু দু’টির বাবাও বাড়িতে ফিরে আসেন৷ তিনিও ছেলেদের চারদিকে খোঁজা শুরু করেন৷ শেষে তাদের ওয়াশিং মেশিনের ভিতরে দেখতে পান তিনি৷ ওয়াশিং মেশিনটি তখন ১৫ থেকে ২০ লিটার জলে ভর্তি ছিল৷
‘শিশুদু’টির বাবা রবিন্দর তড়িঘড়ি তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা নিশান্ত ও নকশাকে মৃত বলে ঘোষণা করে৷ তবুও তাঁর বিশ্বাস হয়নি৷ তাই তিনি শিশুদু’টিকে জয়পুর গোল্ডেন হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানেও দু’জনকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা৷’ এমনটাই জানান পুলিশের এক আধিকারিক৷
ওয়াশিং মেশিনের ১৫ লিটার জলে ডুবেই ওই শিশুদু’টির মৃত্যু হয়েছে, মত পুলিশের৷ যদিও মৃতদেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য রোহিনীর বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে পাঠানো হয়েছে৷ এদিকে দুই সন্তানের আচমকা মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছে ওই পরিবার৷ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা রুজু করেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.