Advertisement
Advertisement

Breaking News

কয়েক মুহূর্তের অবহেলা, ওয়াশিং মেশিনের জলে ডুবে মৃত্যু যমজ শিশুর

দুই শিশুকে ঘরে রেখে দোকানে গিয়েছিলেন মা, তখনই ঘটে দুর্ঘটনাটি।

home alone, Delhi twins die after getting stuck in Washing machine
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 9:18 am
  • Updated:February 26, 2017 9:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনে জল ভরে ফেলেছিলেন৷ কিন্তু কাচার জন্য ডিটারজেন্টই শেষ৷ তাই দুই শিশুকে ঘরে রেখে দোকানে গিয়েছিলেন মা৷ আর এই ফাঁকে বছর তিনেকের দুই যমজ ভাই ঢুকে পড়ে ওয়াশিং মেশিনে৷ আর তাতেই ডুবে মারা গেল নিশান্ত ও নকশা নামে বছর তিনেকের দুই শিশু৷ শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রোহিনীতে৷

দিদির বউভাতে এসে গঙ্গায় তলিয়ে গেল দুই ভাই

ওই মহিলা যখন দোকানে কাপড় কাচার ডিটারজেন্ট কিনতে গিয়েছিলেন, তখন ওয়াশিং মেশিনের সামনেই খেলা করছিল দুই ভাই৷ ছয় মিনিট পড়ে ফিরে এসে ছেলেদের না দেখে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি৷ কিন্তু প্রায় কুড়ি মিনিট ধরে তন্নতন্ন করে খোঁজার পরেও পাওয়া যায়নি ওই দু’জনকে। শেষ পর্যন্ত তাঁদেরই এক প্রতিবেশী পুলিশকে ফোন করেন৷ এর মধ্যেই শিশু দু’টির বাবাও বাড়িতে ফিরে আসেন৷ তিনিও ছেলেদের চারদিকে খোঁজা শুরু করেন৷ শেষে তাদের ওয়াশিং মেশিনের ভিতরে দেখতে পান তিনি৷ ওয়াশিং মেশিনটি তখন ১৫ থেকে ২০ লিটার জলে ভর্তি ছিল৷

Advertisement

পুলিশের জালে আমেরিকান সেন্টার হামলার চক্রী

‘শিশুদু’টির বাবা রবিন্দর তড়িঘড়ি তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা নিশান্ত ও নকশাকে মৃত বলে ঘোষণা করে৷ তবুও তাঁর বিশ্বাস হয়নি৷ তাই তিনি শিশুদু’টিকে জয়পুর গোল্ডেন হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানেও দু’জনকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা৷’ এমনটাই জানান পুলিশের এক আধিকারিক৷

বিয়ের প্রথম রাতেই গয়না নিয়ে পালাল নতুন বউ

ওয়াশিং মেশিনের ১৫ লিটার জলে ডুবেই ওই শিশুদু’টির মৃত্যু হয়েছে, মত পুলিশের৷ যদিও মৃতদেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য রোহিনীর বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে পাঠানো হয়েছে৷ এদিকে দুই সন্তানের আচমকা মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছে ওই পরিবার৷ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা রুজু করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement