Advertisement
Advertisement

Breaking News

Akhilesh

‘মণিপুরে জি-২০’র অনুষ্ঠান করে দেখান’, বিজেপিকে ‘চ্যালেঞ্জ’ অখিলেশের

মোদির 'ঘমন্ডিয়া' তোপেরও পালটা সমাজবাদী পার্টির প্রধানের।

Hold G20 event in Manipur, Akhilesh Yadav's dare to BJP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 19, 2023 4:13 pm
  • Updated:August 19, 2023 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র দাবি করেছে মণিপুর (Manipur) স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। কিন্তু তাহলে জি-২০’র কোনও অনুষ্ঠান কেন এখানে আয়োজিত হল না। এমনই প্রশ্ন তুলে বিজেপিকে (BJP) তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অখিলেশ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”উত্তরপ্রদেশ কিংবা দেশের নানা প্রান্তে জি-২০ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু কেন মণিপুরে কোনও অনুষ্ঠান হল না? বিজেপির উচিত ওখানে কোনও অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকে দেখিয়ে দেওয়া, ওখানে কোনও সমস্যা নেই।” পাশাপাশি তাঁর কটাক্ষ, ”বিজেপি এই ধরনের অনুষ্ঠান থেকে ফায়দা তুলতে চাইছে। কাজেই দলের উচিত এটা স্পনসর করা। কেন সরকার, মানুষের করের টাকায় এসব হবে?”

Advertisement

[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]

এদিকে বিরোধীদের মোদির ‘ঘমন্ডিয়া’ তোপের পালটা দিয়েছেন অখিলেশ। তাঁর তোপ, ”যিনি ‘ইন্ডিয়া’কে ‘ঘমন্ডিয়া বলছেন তিনি নিজে অহংকারী।” তাঁর ‘পরামর্শ’, ”বিজেপির উচিত নিজেদের দোষগুলো লুকনোর চেষ্টা না করা। দেশের সবচেয়ে বড় ‘পরিবারবাদ’ পার্টি হল বিজেপি।”

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement