সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার খাস রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোন! বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। হাই অ্যালার্ট মুম্বইয়ে। যদিও কিছুক্ষণ পরই পুলিশ জানাল, ওটা ভুয়ো হুমকি। কোনও সারবত্তা নেই।
রবিবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখার কাস্টমার কেয়ারে একটি হুমকি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক যুবক নিজেকে লস্কর-ই-তইবার সিইও বলে পরিচয় দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ফোনে দাবি করা হয়, বান্দ্রার কাছে আরবিআইয়ের যে দপ্তর আছে, সেখানে বোমা রাখা আছে।
Maharashtra | A case for a hoax call has been registered after the customer care department of the Reserve Bank of India received a threat call: Mumbai Police
— ANI (@ANI) November 17, 2024
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিছু সময়ের জন্য পুলিশ বান্দ্রার রিজার্ভ ব্যাঙ্ক শাখায় হাই অ্যালার্ট জারি করে। যদিও কিছুক্ষণ পরই মুম্বই পুলিশ জানিয়ে দেয়, এটা ভুয়ো ফোন। সম্প্রতি বিমানবন্দর, বিমান, স্কুলগুলিতে ভুয়ো হুমকি ফোনের যে ট্রেন্ড শুরু হয়েছে, এটাও সেই ট্রেন্ডের অংশ। মুম্বই পুলিশ ভুয়ো ফোন কাণ্ডের তদন্তে মামলা দায়ের করছে। তবে কে ফোন করেছিল, এখনও সেটা স্পষ্ট নয়।
ফোন করে গুরুত্বপূর্ণ কোনও ভবন বা সংস্থায় বোমা মারার হুমকি। কখনও নিশানায় কোনও শিক্ষা প্রতিষ্ঠান, কখনও বিমানবন্দর, কখনও উড়ান। এ যেন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশের বহু বিমানে এই ধরনের হুমকি ফোন করা হয়েছে। অতীতে বহু স্কুল, বিমানবন্দরেও একই রকম হুমকি ফোন করা হয়। মুম্বই পুলিশ জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখায় হুমকি ফোনও সেই ট্রেন্ডেরই ফলশ্রুতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.