Advertisement
Advertisement
HMPV

‘HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই’, সমাজমাধ্যমে বার্তা ‘হু’র প্রাক্তন বিজ্ঞানীর

শ্বাসকষ্টজনিত অসুস্থতায় সতর্ক থাকার পরামর্শ সৌম্যা স্বামীনাথনের।

HMP Virus is nothing to panic about says former WHO chief scientist Soumya Swaminatha
Published by: Kishore Ghosh
  • Posted:January 7, 2025 1:57 pm
  • Updated:January 7, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: HMP ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। মঙ্গলবার এক্স হ্যান্ডলের একটি পোস্টে আশ্বস্ত করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন। আমজনতার প্রতি তাঁর পরামর্শ, জীবাণু সংক্রমণ সংক্রান্ত খবরে উৎসাহের বদলে যে কোনও ধরনের শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।

 

এক্স হ্যান্ডেলে সৌম্যা লিখেছেন, “HMP ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এটি একটি পরিচিত ভাইরাস যা শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। যদিও সংক্রমণ ভয়ংকর নয়। জীবাণু সনাক্তকরণ নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে সর্দি হলে আমাদের সকলের স্বাভাবিক সতর্কতা অবলম্বন করা উচিত। মাস্ক পরা, হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা। বাড়াবাড়ি হলে ডাক্তার দেখানো।” এইসঙ্গে আইসিএমআর-এর তথ্য দিয়ে ‘হু’র বিজ্ঞানী দাবি করেন, HMPV একটি পরিচিত ভাইরাস। বর্তমানে ভাইরাসের জেরে আজও অবধি ভারতে কোনও মৃত্যুর খবর নেই।

যদিও দেশজুড়ে বাড়ছে HMPVর দাপট। মঙ্গলবার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুজন। মহারাষ্ট্রে দুই আক্রান্তের বয়স যথাক্রমে ৭ এবং ১৩ বছর। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, এইচএমপিভি নতুন ভাইরাস নয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণের ভয়ংকর দিনগুলির কথা মনে করাচ্ছে নয়া হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচএমপিভি। করোনার শুরুর দিনগুলির সঙ্গে সাদৃশ্য খোঁজার চেষ্টা করছেন অনেকেই। কেননা সেবারও চিনে শুরু হয়েছে সংক্রমণ। তারপর সেখান থেকে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তার মধ্যে ভারতও ছিল। যদিও এদেশে সন্ধান মেলা ভাইরাসগুলি চিনা প্রজাতির নয়, তবুও অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো এবার এখানেও হু হু করে ছড়াতে পারে সংক্রমণ। আর তাই তা নিয়ন্ত্রণ করতে লকডাউনের পথে হাঁটতে হতে পারে। যদিও কেন্দ্রের তরফে বারবার বলা হয়েছে, দেশবাসী যেন অযথা আতঙ্কিত না হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement