সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হামলার মুখে পড়তে পারেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi )। তাই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়ার আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিক সাহ। সোমবার রাজ্যসভা দাঁড়িয়ে এই আবেদন জানিয়েছেন তিনি।
এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি রিপোর্ট বলছে ফের হামলার মুখে পড়তে পারেন আসাদউদ্দিন ওয়েইসি। তাই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চায় সরকার। ইতিপূর্বে কেন্দ্রের তরফে এ সংক্রান্ত আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই নিরাপত্তা নিতে অস্বীকার করেছিলেন ওয়েইসি। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “আপনার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। সেই চিন্তাকে সম্মান জানিয়ে অন্তত নিরাপত্তা নিয়ে নিন।” উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়েইসিকে লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। তদন্তের রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে নির্বাচনী (UP election 2022) প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়েছিলেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) গাড়ি। তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় গাড়ি লক্ষ্য করে। শেষ পর্যন্ত এআইএমআইএম সুপ্রিমোর গায়ে আঁচড়টি না লাগলেও ফেঁসে যায় গাড়ির চাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে সরগরম উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ওয়েইসির বক্তৃতা শুনে মাথাগরম হওয়ার পরেই তাঁকে হত্যার চক্রান্ত করে তারা, এমনটাই জানিয়েছে অন্যতম অভিযুক্ত শচীন।
পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই হামলার পরিকল্পনা করছিল শচীন ও শুভম। তারা জানিয়েছে, এই ক’দিনে তারা ওয়েইসির সব জনসভা ও নির্বাচনী প্রচারের সাক্ষী থেকেছে। কিন্তু হামলার সুযোগ পায়নি। যেটা বৃহস্পতিবার সন্ধ্যায় মিলে যাওয়ায় তখনই গুলি চালাতে থাকে তারা। যদিও শেষ পর্যন্ত তাদের সব পরিকল্পনাই ভেস্তে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.