ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে দিনভর তুমুল গুলির লড়াই চলার পর খতম হল হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা সইফুল্লা। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের রাংরেত এলাকায়। ঘটনাস্থল থেকে আরও একজন জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে সমর্থ হয়েছেন নিরাপত্তারক্ষীরা।
We got info last night about a terrorist present at a house in Srinagar.Operation was launched & during encounter today, he was killed. We’re 95% certain that he’s Hizbul Mujahideen Chief Commander. One suspect arrested. It’s a great achievement of our security forces: Kashmir IG pic.twitter.com/3E7DF9ErX2
— ANI (@ANI) November 1, 2020
এপ্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার জানান, গোপন সূত্রে খবর আসে শ্রীনগরের রাংরেত (Rangreth) এলাকায় একজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সোমবার সকালে সেই খবরের ভিত্তিতে সেখানে প্রথমে যৌথ অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। পরে তাতে যোগ দেন ভারতী সেনা জওয়ানরাও। তল্লাশির সময় আচমকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হওয়ার পাশাপাশি আরেকজনকে জীবিত অবস্থায় পাকড়াও করা হয়। পরে সূত্র মারফত জানা গিয়েছে, মৃত জঙ্গি জম্মু ও কাশ্মীরে থাকা হিজবুল মুজাহিদিন (Hizbul Mujahideen) -এর প্রধান কমান্ডার সইফুল্লা। তবুও দেহ শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে।
সইফুল্লাকে খতম করার ঘটনা নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য বলে উল্লেখ করে তিনি আরও বলেন, সইফুল্লাকে নিয়ে এই বছর এখনও পর্যন্ত দু’জন হিজবুল প্রধানকে খতম করা হল। এবছরের মে মাসে হিজবুলের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকোকে পুলওয়ামায় খতম করেন নিরাপত্তারক্ষীরা। তারপরই ভূস্বর্গের হিজবুল প্রধানের দায়িত্ব পায় সইফুল্লা। তাই আজ তার খতম হওয়ার ঘটনা নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.