Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে দূরে রাখতে হবে খুদেদের, কাশ্মীরে ফতোয়া হিজবুলের

উপত্যকায় জোরদার নিরাপত্তা৷

Hizbul issues diktat in Kashmir to boycott Independence Day
Published by: Tanujit Das
  • Posted:August 13, 2018 6:01 pm
  • Updated:August 13, 2018 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে নয়া ফতোয়া জারি করল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন৷ জম্মু-কাশ্মীরের পরিবারগুলিকে জঙ্গিদের নির্দেশ,  স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে দূরে রাখতে হবে বাড়ির ছোটদের৷ সোমবার উপত্যকার একাধিক স্থানে নজরে পড়েছে হিজবুলের পোস্টার৷ যাতে স্বাক্ষর রয়েছে উপত্যকার দায়িত্বে থাকা হিজবুল নেতা আবু ইরফাতের৷

[চিনে তৈরি হচ্ছে ভারতীয় মুদ্রা? জাতীয় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন]

Advertisement

গত বছরও এমন দেশ বিরোধী নির্দেশিকা জারি করেছিল হিজবুল মুজাহিদিন৷ সেবারও বলা হয়, স্বাধীনতা দিবসের সব ধরনের অনুষ্ঠান থেকে বাড়ির শিশুদের দূরে রাখতে হবে৷ কোনও ভাবেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া যাবে না তাদের৷ এর অন্যথা হলে মিলবে কঠোর শাস্তি৷ তবে এই হুঁশিয়ারি তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি উপত্যকায়৷ এবারও যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে তৎপর জম্মু-কাশ্মীর পুলিশ ও প্রশাসন৷ বিভিন্ন স্থানে মজবুত করা হয়েছে নিরাপত্তা৷ সংবেদনশীল স্থানগুলিতে মোতায়েন হয়েছে সেনা৷ নিরাপত্তার প্রশ্নে কোনও খামতি রাখা হচ্ছে না বলে জানান জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এস পি বেদ৷ তিনি আরও বলেন, এবারের স্বাধীনতা দিবস যাতে শান্তিপূর্ণ হয় এবং সকল উপত্যকাবাসী যাতে তাতে অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করবে প্রশাসন৷ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই জঙ্গি সংগঠনটির এই প্রচেষ্টা বলে জানান তিনি৷

[জেএনইউ-র বিতর্কিত ছাত্র নেতা উমর খালিদের উপর বন্দুকবাজের হামলা]

গতমাসেই হিজবুলের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ সশস্ত্র অবস্থায় জঙ্গি মডিউলের এক শীর্ষ নেতা ও এক সদস্যকে পাকড়াও করেন তাঁরা৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক৷ সূত্রের খবর, ধৃতদের জেরা করে তাদের থেকে অনেক তথ্য পেয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশ৷ জানা গিয়েছে, উপত্যকায় বড়সড় হামলার ছকেই আত্মগোপন করেছিল তারা৷ তবে শেষ রক্ষা হয়নি৷ জঙ্গিরা ধরা পড়ে যায় পুলিশের জালে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement