Advertisement
Advertisement

Breaking News

৫ বছরের শিশুকে যৌন নিগ্রহে অভিযুক্ত এডস আক্রান্ত প্রৌঢ়

জঘন্য!

HIV-positive man held for having 'oral sex' with minor boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 5, 2017 7:25 am
  • Updated:February 5, 2017 7:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে এক এডস আক্রান্ত প্রৌঢ়ের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। ৫২ বছরের ওই প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ, খেলার নাম করে ভাড়াটিয়ার বালককে দিয়ে মুখমেহন করাত। পূর্ব দিল্লির মন্দাওয়ালি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে এই কাজ করছিল অভিযুক্ত প্রৌঢ়। শনিবারই ঘটনার কথা জানাজানি হয়। ওইদিন নির্যাতিত শিশুকে ছাদে খেলার নাম করে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাকে যৌন নিগ্রহ করে ওই প্রৌঢ়।

(কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উসকে দিতে ভিডিও প্রকাশ পাক সেনার)

বেশ কিছুদিন ধরেই নির্যাতিত শিশুটি ভীত সন্ত্রস্ত ছিল বলে জানিয়েছেন তার মা। তিনিই ঘটনার কথা কোনওভাবে জানতে পেরে পুলিশকে খবর দেন। মন্দাওয়ালিতে তিন তলা বাড়ির মালিক ওই অভিযুক্ত নিচের তলায় ভাড়া দিয়েছিলেন ওই শিশুটির পরিবারকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ও শিশু নিগ্রহ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গত সাত-আট বছর ধরে এডস আক্রান্ত।

Advertisement

(সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ পদ্ধতি সেকেলে, বলছে অডিট রিপোর্ট)

(ভুল ট্রেনে উঠে পড়ার ‘মাশুল’, অপহরণ করে ধর্ষণ কিশোরীকে)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement