Advertisement
Advertisement

Breaking News

Stalin

‘ইহুদি নিধনের মতোই..’, সনাতন ধর্ম মন্তব্যে স্ট্যালিনপুত্রকে হিটলারের সঙ্গে তুলনা বিজেপির

খোদ 'ইন্ডিয়া' জোটের অন্দরেই ডিএমকে নেতার বয়ানে দেখা দিয়েছে অসন্তোষ।

‘Hitler characterised Jews and Udhayanidhi Stalin…’: BJP amid ‘Sanatana Dharma' remark row | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:September 5, 2023 1:16 pm
  • Updated:September 5, 2023 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদয়নিধি স্ট্যালিনের ‘সনাতন ধর্ম’ মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি। খোদ ‘ইন্ডিয়া’ জোটের অন্দরেই ডিএমকে নেতার বয়ানে দেখা দিয়েছে অসন্তোষ। আর এহেন সুবর্ণ সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে জোর আওয়াজ তুলছে বিজেপি। এবার উদয়নিধিকে হিটলারের সঙ্গে তুলনা করল কেন্দ্রের শাসকদল।

মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে উদয়নিধি স্ট্যালিনের পাশে হিটলারের একটি ছবি বসিয়ে প্রকাশ করেছে বিজেপি। পোস্টটিতে ডিএমকে নেতাকে নাৎসি জার্মানির একনায়কের সঙ্গে তুলনা করা হয়েছে। লেখা হয়েছে, ‘হিটলারের ইহুদি বর্ণনা ও উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্মের ব্যাখ্যার মধ্যে গা ছমছম করা সামঞ্জস্য রয়েছে। হিটলারের পথে হেঁটেই সনাতন ধর্ম মুছে ফেলার ডাক দিয়েছেন জুনিয়র স্ট্যালিন। আমরা সবাই জানি কীভাবে নাৎসিদের বিদ্বেষ ইহুদি নিধনের রূপ নেয়। প্রায় ১১ লক্ষ ইহুদিকে খুন করা হয়। একইভাবে, ভারতের ৮০ শতাংশ জনসংখ্যা যারা সনাতন ধর্ম অনুসরণ করে তাদের খুন করতে চাইছেন উদয়নিধি। এতে ইন্ডিয়া জোট ও কংগ্রেসের সমর্থন খুবই চিন্তার বিযয়।’

Advertisement

[আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, মণিপুরে সরকারের নিশানায় সংবাদমাধ্যম]

স্ট্যালিনপুত্রের কোন মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক? সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, ”কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে (Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” আর এরপরই বিতর্ক চরমে পৌঁছে যায়।

এদিকে, তবে বিতর্কের মুখেও মাথা নত করতে নারাজ উদয়ানিধি। তাঁর দাবি, তিনি মোটেই গণহত্যার ডাক দেননি। তাঁর উদ্দেশ্য ছিল, প্রান্তিক জনজাতির হয়ে কথা বলা। তিনি সনাতন ধর্মের দ্বারা আক্রান্ত। আবারও এমন মন্তব্য করতে পিছপা হবেন না তিনি বলেও সাফ জানান।

[আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! থানায় অভিযোগ জানাতে গিয়ে গণধর্ষিতা তরুণী, অভিযুক্ত এসআই-সহ ৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement