Advertisement
Advertisement

‘পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত সফল’, জল্পনা উড়িয়ে জানালেন বায়ুসেনা প্রধান

প্রয়োজন হলে আবারও হবে এয়ারস্ট্রাইক : বায়ুসেনা প্রধান৷

Hit what we intended: IAF chief on Balakot strike
Published by: Sayani Sen
  • Posted:March 4, 2019 1:21 pm
  • Updated:March 4, 2019 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাত সফল৷ এয়ারস্ট্রাইকের পর এই প্রথমবার সাংবাদিক বৈঠকে অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া৷ পাকিস্তানের দিক থেকে হামলা চলতে থাকলে আবারও প্রত্যাঘাত হবে বলে হুঁশিয়ারি তাঁর৷

গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় রক্তাক্ত হয় পুলওয়ামা৷ শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ৷ এই আবহে ২৬ ফেব্রুয়ারি বোমারু বিমান মিরাজ-২০০০ এর মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত৷ গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটে জইশ, হিজবুল এবং লস্করের জঙ্গিঘাঁটি৷ তবে ভারতের প্রত্যাঘাতের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে শত্রুদেশ৷ কিন্তু এয়ারস্ট্রাইকের পর সোমবার মুখ খুলে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া৷

Advertisement

[সীমান্তে লাগাতার পাক উসকানি, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী]

তিনি বলেন, ‘‘আমরা নির্দিষ্ট লক্ষ্যে পাকিস্তানে আঘাত হানতে সক্ষম হয়েছি৷ যদি আমরা জঙ্গলে বোমা বিস্ফোরণ করতাম, তবে পাকিস্তানের তরফে পালটা হামলা কেন হত?’’ 

পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর উপর হামলার যোগ্য জবাব দিয়েছে পাকিস্তান৷ এয়ারস্ট্রাইকের পরেরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি পালটা ভারতকে আক্রমণ করেছিল শত্রুদেশ৷ পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে মিগ-২১৷ ওই বিমানের পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ কূটনৈতিক চাপের মুখে পড়ে গত শুক্রবার ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে দেশের হাতে তুলে দিয়েছে পাকিস্তান৷ পাক সংসদেও শান্তির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে মুখে শান্তির বার্তা দিয়েও একটানা সংঘর্ষবিরতি জারি রেখেছে পাকিস্তান৷ এ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বলেন,‘‘পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ জারি রয়েছে৷ প্রয়োজন হলে আবারও এয়ারস্ট্রাইক হবে৷’’

গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে কতজন মারা গিয়েছে, একাধিকবার সেই সুস্পষ্ট তথ্য প্রকাশের দাবি উঠেছে৷ এয়ারস্ট্রাইকের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে এ বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন  বায়ুসেনা প্রধান৷ তিনি বলেন, ‘‘বোমারু বিমানের হামলায় কতজন মারা গিয়েছে সেই সংখ্যা গোনে না বায়ুসেনা৷ তবে সরকার চাইলে সেই তথ্য প্রকাশ করা হবে৷’’


মিগ ২১ একটি আধুনিক যুদ্ধবিমান বলেও জানান বায়ুসেনা প্রধান৷ তিনি জানান, ‘‘সেপ্টেম্বরেই আসতে চলেছে রাফালেও’’৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement