সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাত সফল৷ এয়ারস্ট্রাইকের পর এই প্রথমবার সাংবাদিক বৈঠকে অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া৷ পাকিস্তানের দিক থেকে হামলা চলতে থাকলে আবারও প্রত্যাঘাত হবে বলে হুঁশিয়ারি তাঁর৷
গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় রক্তাক্ত হয় পুলওয়ামা৷ শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ৷ এই আবহে ২৬ ফেব্রুয়ারি বোমারু বিমান মিরাজ-২০০০ এর মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত৷ গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটে জইশ, হিজবুল এবং লস্করের জঙ্গিঘাঁটি৷ তবে ভারতের প্রত্যাঘাতের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে শত্রুদেশ৷ কিন্তু এয়ারস্ট্রাইকের পর সোমবার মুখ খুলে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া৷
তিনি বলেন, ‘‘আমরা নির্দিষ্ট লক্ষ্যে পাকিস্তানে আঘাত হানতে সক্ষম হয়েছি৷ যদি আমরা জঙ্গলে বোমা বিস্ফোরণ করতাম, তবে পাকিস্তানের তরফে পালটা হামলা কেন হত?’’
Air Chief Marshal BS Dhanoa on air strikes: The target has been clearly amplified by FS in his statement. If we plan to hit the target, we hit the target, otherwise why would he (Pak PM) have responded, if we dropped bombs in the jungles why would he respond. pic.twitter.com/X4Y0Jdopr6
— ANI (@ANI) March 4, 2019
পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর উপর হামলার যোগ্য জবাব দিয়েছে পাকিস্তান৷ এয়ারস্ট্রাইকের পরেরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি পালটা ভারতকে আক্রমণ করেছিল শত্রুদেশ৷ পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে মিগ-২১৷ ওই বিমানের পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ কূটনৈতিক চাপের মুখে পড়ে গত শুক্রবার ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে দেশের হাতে তুলে দিয়েছে পাকিস্তান৷ পাক সংসদেও শান্তির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে মুখে শান্তির বার্তা দিয়েও একটানা সংঘর্ষবিরতি জারি রেখেছে পাকিস্তান৷ এ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বলেন,‘‘পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ জারি রয়েছে৷ প্রয়োজন হলে আবারও এয়ারস্ট্রাইক হবে৷’’
Air Chief Marshal BS Dhanoa in Coimbatore: One is a planned operation in which you plan & carry out. But when an adversary does a strike on you, every available aircraft goes in, irrespective of which aircraft it is. All aircraft are capable of fighting the enemy. pic.twitter.com/UE110zE3nv
— ANI (@ANI) March 4, 2019
গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে কতজন মারা গিয়েছে, একাধিকবার সেই সুস্পষ্ট তথ্য প্রকাশের দাবি উঠেছে৷ এয়ারস্ট্রাইকের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে এ বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বায়ুসেনা প্রধান৷ তিনি বলেন, ‘‘বোমারু বিমানের হামলায় কতজন মারা গিয়েছে সেই সংখ্যা গোনে না বায়ুসেনা৷ তবে সরকার চাইলে সেই তথ্য প্রকাশ করা হবে৷’’
Air Chief Marshal BS Dhanoa on air strikes: IAF is not in a postilion to clarify the number of casualties. The government will clarify that. We don’t count human casualties, we count what targets we have hit or not. pic.twitter.com/Ji3Z6JqReB
— ANI (@ANI) March 4, 2019
মিগ ২১ একটি আধুনিক যুদ্ধবিমান বলেও জানান বায়ুসেনা প্রধান৷ তিনি জানান, ‘‘সেপ্টেম্বরেই আসতে চলেছে রাফালেও’’৷
#WATCH Air Chief Marshal BS Dhanoa says, “The Mig-21 Bison is a capable aircraft, it has been upgraded, it has better radar, air-to air missiles and better weapons system.” pic.twitter.com/6D3yzBEQrY
— ANI (@ANI) March 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.