সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই আন্তর্জাতিক চাপ থাকুক, পাকিস্তান যে এখনও সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে, ফের একবার সেটাই প্রমাণিত হল। লাহোরে একটি সভা থেকেই আবারও প্রতিবেশী ভারতকে হুঁশিয়ারি দিল নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়ার অন্যতম শীর্ষনেতা আবদুল রেহমান মাক্কি। জম্মু-কাশ্মীরকে স্বাধীন করার জন্য ফের একবার জিহাদের ডাক দিয়ে মাক্কি জানায়, ভারতীয় সেনার হাত থেকে তার দল কাশ্মীরকে মু্ক্ত করবেই এবং পাকিস্তান সরকার যেন তাদের সে কাজে বাধা না দেয়। এর পাশাপাশি হিন্দুদেরও নিয়ন্ত্রণে রাখার কথাও বলে মাক্কি।
সম্প্রতি নিজেদের দেশকে সন্ত্রাসবাদীদের আতুঁড়ঘর বানানোর জন্য পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই লাহোরে আল দাওয়া মডেল স্কুলে ‘সওদা-এ-কাশ্মীর’ নামে একটি সভা থেকে ভারতকে তীব্র আক্রমণ মাক্কির। কাশ্মীরে বান্দিপোরায় ভারতীয় সেনার হাতে মৃত জঙ্গি আবু ওয়ালেদ মহম্মদের জন্যই রাখা হয়েছিল একটি শোকসভা। শুধু ভারতকে আক্রমণ নয়, ওই সভা থেকে জামাত-উদ-দাওয়ার সদস্যদের জঙ্গি এবং গোটা সংগঠনকে বিপজ্জনক ঘোষণা করার জন্য পশ্চিমীদেশগুলিকেও একহাত নেয় সে।
এদিন নিজের বক্তৃতায় মাক্কি আরও জানায়, জামাতের একটাই লক্ষ্য পাকিস্তানে সংহতি বজায় রাখা এবং কাশ্মীরকে হিন্দু সেনার হাত থেকে বাঁচানো। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ ইতিমধ্যে হাফিজ সইদকে জঙ্গি বলে মেনে নিয়েছে, আর এর পিছনে ভারতেরই চক্রান্ত রয়েছে বলে মনে করছে মাক্কি। পাশাপাশি সইদের গৃহবন্দি হওয়ার পিছনেও দায়ী নয়াদিল্লি, এমনটাই মত তার। পাক সরকারের উদ্দেশে সে বলে, পাকিস্তানের শেখা উচিত ইসলামকে গোটা বিশ্বে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, কাশ্মীরকে কীভাবে স্বাধীনতা এনে দেওয়া যায়। এর পাশাপাশি ইসলামাবাদ যাতে আর নয়াদিল্লির সঙ্গে আর কোনওরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখে সেই হুঁশিয়ারিও দেয় মাক্কি। এখানেই শেষ নয়, হিন্দুদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে জামাত শীর্ষনেতা বলে, হিন্দুদের সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও একহাত নেয় মাক্কি।
এক জঙ্গির জন্য শোকসভা এবং সেই সভা থেকে জামাত নেতার ভারত সম্পর্কে এধরণের মন্তব্যই প্রমাণ করে, এখনও কীভাবে সন্ত্রাসকে সমর্থন করে চলেছে পাকিস্তান। কূটনীতিকদের মতে, আন্তর্জাতিক মহলে আরও কোণঠাসা হওয়ার মুখে ইসলামাবাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.