অতীতের কলঙ্ক মুছতে উদ্যোগী হয়েছেন হিন্দু ও মুসলিম নেতারা৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ নাকি রাম জন্মভূমি? এই প্রশ্নেই দেশের সম্প্রীতির ইতিহাস কলঙ্কিত হয়েছিল৷ উগ্র সাম্প্রদায়িকতার আগুন জ্বলেছিল দেশ জুড়ে৷ সময়ের প্রলেপে তা অনেকটাই থিতিয়েছে৷ এবার অতীত ভুলে এই প্রসঙ্গে হাতে হাত মেলাচ্ছেন হিন্দু ও মুসলিম নেতারা৷
দেশের সম্প্রীতির ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা৷ হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ই এ ঘটনার দায়ভার ঝেড়ে ফেলতে পারে না৷ দিন পেরিয়ে এবার অতীতের কলঙ্ক মুছতে উদ্যোগী হয়েছেন হিন্দু ও মুসলিম নেতারা৷ এই বিষয়ে আলোচনা করতেই ‘সারা ভারত আখরা পরিষদ’-এর নব নির্বাচিত সভাপতি মোহন্ত নরেন্দ্র গিরি সোমবার দেখা করেন হাসিম আনসারির সঙ্গে৷ বাবরি মসজিদ মামলায় তিনিই বর্তমানে প্রবীণতম সাক্ষী৷ অন্যান্য মোহন্ত ও সাধুদের নিয়ে আনসারির সঙ্গে প্রায় আধ ঘণ্টা এ নিয়ে কথা বলেন নরেন্দ্র গিরি৷ দুই পক্ষই এই প্রসঙ্গে শান্তিপূর্ণভাবে সমাধান-সূত্র খুঁজতে আগ্রহী৷
বৈঠক শেষে নরেন্দ্র গিরি জানান, “এই ইস্যুতে সমাধানের সূত্র পেতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি৷ পুরোটাই একটা শান্তিপ্রক্রিয়া৷ দুই সম্প্রদায়ের মানুষ যাতে খুশি হয় সেদিকে নজর রাখা হচ্ছে৷” পাশাপাশি সুপ্রিম কোর্ট যেন এই মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগী হয় সে ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি৷ একই মত আনসারিরও৷ “আমি সবসময় এ ব্যাপারে কথা বলতে রাজি৷ দুই সম্প্রদায়ের মানুষ যাতে সমাধানে সন্তুষ্ট হন তাও খেয়াল রাখা হচ্ছে৷”, জানান আনসারি৷
হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবিতে কালো দাগ এই বাবরি মসজিদ ধ্বংসের ইতিহাস৷ সেই প্রেক্ষিতে হিন্দু ও মুসলিম নেতাদের এই হাতে হাত মেলানোর ছবিটা গোটা দেশের পক্ষেই স্বস্তিদায়ক৷ দুই সম্প্রদায়ের মানুষকেই সন্তুষ্ট করে যদি শান্তিপূর্ণ রফাসূত্র মেলে, তবে তার থেকে ভাল কিছু হতে পারে না বলেই অভিমত দেশের রাজনৈতিক মহলেরও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.