Advertisement
Advertisement
Hyderabad

এবার দক্ষিণ ভারতেও অনার কিলিং! ভিন ধর্মে বিয়ে করায় খুন হিন্দু যুবক

ঘটনার সঠিক তদন্তের দাবিতে পথে নেমেছে বিজেপি।

Hindu man killed by muslim wife's relative in Hyderabad | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:May 5, 2022 3:45 pm
  • Updated:May 5, 2022 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ভারতে অনার কিলিংয়ের ঘটনা ঘটে হামেশাই। কিন্তু এবার দক্ষিণ ভারতে ঘটল এমন নৃশংস ঘটনা। ভিন ধর্মের তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। সেই অপরাধেই মাত্র দু’ মাসের মাথায় খুন হতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) সারুরনগর এলাকায়। বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই তরুণীর পরিবারের। পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ ধরতে  নেমেছে বিজেপি। ঘটনার সঠিক তদন্তের দাবিতে পথে নেমেছে তারা। একইসঙ্গে হিন্দু-মুসলিম বিভেদও উসকে দিয়েছে। 

জানা গিয়েছে, মৃতের নাম বিল্লাপুরাম নাগরাজু। তিনি একটি গাড়ির দোকানে সেলসম্যানের কাজ করতেন। বুধবার রাত ন’ টা নাগাদ বাইকে করে এক ব্যক্তি এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে নাগরাজুকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। আততায়ী তখনই পালিয়ে যায়। অনেকে সাহায্য করতে এগিয়ে এলেও বাঁচানো যায়নি নাগরাজুকে। তবে প্রত্যক্ষদর্শীরা অনেকেই এই ঘটনার ভিডিও করেন। পুলিশ কয়েকজনকে আটক করেছে এই ঘটনায়। তাদের মধ্যে রয়েছে নাগরাজুর স্ত্রীর ভাই।

Advertisement

[আরও পড়ুন: নাশকতার ছক বানচাল! হরিয়ানায় ধৃত সন্দেহভাজন ৪ খলিস্তানি জেহাদি, উদ্ধার প্রচুর বিস্ফোরক

জানুয়ারি মাসেই একটি মন্দিরে বিয়ে করেন নাগরাজু এবং আসরিন সুলতানা। বিয়ের পরে নিজের নাম বদলে পল্লবী রাখেন আসরিন।বরাবরই এই বিয়ের বিরোধী ছিলেন আসরিনের ভাই এবং অন্যান্য আত্মীয়রা। দুই পরিবারের অমতেই বিয়ে হয় তাঁদের। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, “কলেজজীবন থেকে ওদের পরিচয়। ওরা ভিন ধর্মে বিয়ে করেছিল তাই মেয়েটির পরিবার নাগরাজুকে মেরে (Honour Killing) ফেলেছে।”

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিজেপি (BJP)। তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রানা সিং বলেছেন, “কেবল পরিবারই এই ঘটনায় যুক্ত ছিল? নাকি কোনও ধর্মীয় গোষ্ঠীর উসকানি ছিল এর পিছনে?” ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, “যদি কোনও মুসলিম খুন হতেন, তাহলে তৃণমূল-সহ রাজনৈতিক দলগুলি রাষ্ট্রসংঘে পৌঁছে যেত। এখন একজন হিন্দু খুন হয়েছেন বলে সবাই চুপ।” তবে এসিপি শ্রীধর রেড্ডি জানিয়েছেন এই বিষয় নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ভিন্ন ধর্মের বিয়ের ফলেই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: পড়ুয়াদের মনের যত্ন নিতে তৈরি হবে কেন্দ্র, কলেজগুলিকে নির্দেশ ইউজিসির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement