Advertisement
Advertisement
হিন্দু মহাসভা

অপর্ণা সেনদের বিরোধিতা, প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি পাঠাল হিন্দু মহাসভা

জাতীয় পুরষ্কার ফেরত নিয়ে ৪৯ জন বিদ্বজ্জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজুর আরজি সংগঠনটির৷

Hindu Mahasabha writes 101 letters in blood to Modi
Published by: Tanujit Das
  • Posted:July 30, 2019 8:39 pm
  • Updated:July 30, 2019 8:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বেড়ে চলা অসহিষ্ণুতা ও গণপিটুনির নিন্দায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ৪৯ জন বিদ্বজ্জনের বিরুদ্ধে সরব হল হিন্দু মহাসভা৷ সূত্রের খবর, রক্ত দিয়ে লেখা পালটা ১০১টি চিঠিতে এবার এই সমস্ত বিদ্বজ্জনদের বিরুদ্ধে নরেন্দ্র মোদিকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আরজি জানাল সংগঠনটি৷ অভিযোগ করল, ওই ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি আসলে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত৷ দেশের ক্ষতি করাই তাঁদের মূল লক্ষ্য৷

[ আরও পড়ুন: বড় জয় মোদি সরকারের, বিরোধিতা উড়িয়ে রাজ্যসভায় পাশ তিন তালাক বিল ]

Advertisement

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ৪৯ জন বিদ্বজ্জনকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছে ‘অল ইন্ডিয়া হিন্দু মহাসভা’৷ বলা হয়েছে, এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা উচিত৷ এবং এদের মধ্যে যাঁরা জাতীয় পুরষ্কার পেয়েছেন, তাঁদের সেই সম্মান কেড়ে নেওয়া প্রয়োজন৷ এই বিষয়ে হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে জানান, ‘‘মুসলিম ও দলিতদের সঙ্গে হওয়া কয়েকটি ঘটনাকে ‘গণপিটুনি’র নাম দিয়ে দেশের মানহানি করার চেষ্টা হচ্ছে৷ এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র এখনই বন্ধ হওয়া দরকার৷ এবং যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁদেরও উচিত শিক্ষা দেওয়া উচিত৷’’ এখানেই শেষ নয়, অপর্ণা সেন, গৌতম ঘোষ, শ্যাম বেনেগালদের কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, ‘‘মানবাধিকারের নামে এরা সংখ্যালঘু ও দলিতদের নেতা হওয়ার চেষ্টা করছে৷ কিন্তু যখন কাশ্মীরে হিন্দুদের টার্গেট করা হচ্ছে, সন্ত্রাসীদের হামলায় হিন্দুদের রক্ত ঝড়ছে, তখন এরা চুপ থাকছে৷ আসলে এরা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা করছে৷’’

[ আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই ‘টিপু জয়ন্তী’ বন্ধের নির্দেশ ইয়েদুরাপ্পার, নিন্দায় সরব বিরোধীরা ]

প্রসঙ্গত, দেশজুড়ে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরির নিন্দা করে গত সপ্তাহে প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছিলেন দেশের ৪৯ জন বিদ্ধজ্জন৷ অভিযোগ করেছিলেন, জয় শ্রীরাম ধ্বনি তুলে দলিত, মুসলিমদের উপর হামলা হচ্ছে। সংখ্যালঘুদের গণপিটুনির মতো ঘটনা বেড়ে গিয়েছে৷ চিঠিতে সই করেন খ্যাতনামা চিত্রপরিচালক অপর্ণা সেন, মণিরত্নম, শ্যাম বেনেগাল, কেতন মেটা, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণন, কৌশিক সেন, সুমন ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, সংগীত শিল্পী শুভা মুদগল, অনুপম রায়, রূপম ইসলামের মতো ব্যক্তিত্ব। যার বিরোধিতা করে পালটা চিঠি লেখেন সরকারপন্থী ৬১ জন বিদ্বজ্জন৷ যেখানে স্বাক্ষর করে অভিনেত্রী কঙ্গনা রানাউত, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রী, লেখক ও গীতিকার প্রসূন যোশী, নৃত্যশিল্পী সোনাল মানসিং, পণ্ডিত বিশ্বমোহন ভট্টর-মতো বিশিষ্ট ব্যক্তিরা৷ শোরগোল পড়ে যায় দেশজুড়ে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement