Advertisement
Advertisement
হিন্দু মহাসভা

‘প্রকৃত দেশপ্রেমী’, জামিয়ায় হামলাকারীকে সম্মানিত করবে হিন্দু মহাসভা

হামলাকারী নাবালকের সঙ্গে গডসের তুলনা হিন্দু মহাসভার।

Hindu Mahasabha to honour Jamia shooter, sparks row
Published by: Subhajit Mandal
  • Posted:January 31, 2020 2:29 pm
  • Updated:January 31, 2020 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিয়ায় পড়ুয়াদের উপর হামলাকারীকে সম্মানিত করবে হিন্দু মহাসভা (indu Mahasabha)। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলাকারী নাবালককে ‘সত্যিকারের দেশপ্রেমী’ বলে মনে করছে তাঁরা। গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গেও তাঁরা তুলনা করেছে উগ্র হিন্দুত্বাবাদী সংগঠনটি। একই সঙ্গে তাঁরা ঘোষণা করেছে, ওই হামলাকারী নাবালকের সমস্ত আইনি খরচ জোগাবে হিন্দু মহাসভা।

[আরও পড়ুন: অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরল অসমের ১ হাজার ৬১৫ NDFB জঙ্গি]

হিন্দু মহাসভার তরফে সংগঠনের মুখপাত্র অশোক পাণ্ডে বলছেন, “ও একটা প্রকৃত দেশপ্রমী। ঠিক নাথুরাম গডসের মতো। আমরা ওকে নিয়ে গর্বিত। ও দেশবিরোধীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে।” পাণ্ডের দাবি, যাঁরা দেশবিরোধী, তাঁদের শাস্তি দিতে অস্ত্র হাতে তুলে নেওয়াই যায়। তাছাড়া সংবিধান অনুযায়ীও শীতল মস্তিষ্কের খুন, আর আবেগের বশবর্তী হয়ে খুনের মধ্যে ফারাক আছে। অশোক পাণ্ডে বলছেন, “শারজিল ইমাম, বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কিংবা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জামিয়ার ক্যাম্পাসে যাঁরা দেশবিরোধী কার্যকলাপ চালায়, তাঁদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। ওঁরা গুলি খেয়ে মরারই যোগ্য।” সেই সঙ্গে হিন্দু মহাসভার ওই নেতা জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত নাবালককে রেহাই দেওয়ার জন্য, সমস্তরকম আইনি সহায়তা করবে তাঁদের সংগঠন।

[আরও পড়ুন: ভারতকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাইছে শারজিল ইমাম, দাবি দিল্লি পুলিশের]

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় পুলিশের সামনেই সিএএ বিরোধী পড়ুয়াদের উপর বন্দুক হাতে হামলা চালায় এক নাবালক। ফেসবুকে নিজেকে রামভক্ত পরিচয় দেওয়া ওই অভিযুক্তের কাণ্ডে রীতিমতো চমকৃত সোশ্যাল মিডিয়া। অথচ, তাঁকেই সমর্থন করছে হিন্দু মহাসভা। এদিকে, এই হামলার জন্য পরোক্ষে বিজেপিকেই দায়ী করছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন, ওই হামলাকারীকে টাকা কে দিল? আরেক কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য, বিজেপি নেতাদের উসকানিমূলক ভাষণের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এর দায় বিজেপি এড়াতে পারে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement